মুম্বই: অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদের খবর এখন টক অফ দ্য টাউন৷ দীর্ঘদিন ধরেই তাঁর তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে৷ সেই গুঞ্জনে এবার ইতি টানলেন বলিউডের এই পাওয়ার কাপল৷ বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের সান-এন্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দু’জনে। আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজও দিলেন হাসিমুখে। পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা রাইও৷ (Abhishek Aishwarya pose together)
View this post on Instagram
জল্পনায় জল Abhishek Aishwarya pose together
দীর্ঘদিন কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি অভিষেক ও ঐশ্বর্যকে৷ বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছিল রাই সুন্দরীর৷ সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বর্যের নামের পাশ থেকে উধাও হয়েছিল বচ্চন পদবী৷ এদিকে, নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষো৷ কিন্তু, এতদিনের জল্পনায় রীতিমতো জল ঢাললেন জুনিয়র বচ্চন ও প্রাক্তন বিশ্বসুন্দরী৷ তাঁরা একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হল অ্যাশ-অভির ছবি৷
ফিল্ম প্রযোজক অনু রঞ্জন অভিষেক-ঐশ্বর্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ‘‘অনেক ভালোবাসা এবং উষ্ণতা’’। ফিল্ম প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে অতিথির সঙ্গে ছবি তুলছেন বচ্চন দম্পতি। অভিনেত্রী আয়েশা ঝুলকাও পার্টির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷
View this post on Instagram
আরাধ্যার জন্মদিনেও কাছাকাছি
দিন কয়েক আগে অ্যাশ-অভির মেয়ে আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করেছিলেন। নেটিজেনরা অবশ্য প্রাথমিক ভাবে মনে করেছিলেন, মেয়ের জন্মদিনের পার্টিতে যাননি অভিষেক৷ কিন্তু পরে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে একসঙ্গে দেখা যায় অ্যাশ-অভিকে৷ তাঁদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটাও হতে পারে আদৌ হয়তো কোনও দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা৷
২০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বর্যা৷ ২০১১ সালে তাঁদের জীবনে আসে মেয়ে আরাধ্যা৷
![abhishek and ass](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/12/ass-avi2-300x158.jpg)
Entertainment: Amidst divorce rumors, Abhishek Bachchan and Aishwarya Rai were seen together at a wedding reception in Mumbai. The couple posed with celebrities like Ayesha Jhulka and Anu Ranjan, quashing separation speculations. Aishwarya’s mother, Vrinda Rai, also attended.