কলকাতা: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের বড় লড়াই। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের সাংসদ এবং বিধায়ক ব্যস্ত তাদের নিজেদের পেশায়। আসছে প্রলয় সিরিজের তৃতীয় ছবি আবার প্রলয় ২। তারই শুটিংয়ে ব্যস্ত ছবির পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
ছবিতে সেই নির্ভীক পুলিশ অফিসার অনিমেষ দত্তর ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। আবার প্রলয়ের প্রথম ভাগে পুলিশ অফিসারের চরিত্রে পার্থ ভৌমিকের ‘হ্যালো স্যার’ সংলাপটি বিখ্যাত হয়ে গিয়েছিল।
ক্রিকেটের ননন্দকাননে কিংবদন্তি কপিলদেবকে ছুঁয়ে রেকর্ড বুকে ‘জাড্ডু’
নেটিজেনরা এই ছবির জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানালেও রাজনৈতিক মহল কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। বিশেষ করে বিরোধী দল বিজেপি কটাক্ষ করে বলেছে সামনে নির্বাচন কিন্তু তৃণমূলের MP MLA রা নিজেদের কাজে ব্যস্ত। আবার অনেকেই বলেছেন যে এরা মানুষের মধ্যে কম সিনেমার পর্দাতেই বেশি থাকেন। সুতরাং এই ধরণের সেলিব্রিটি রাজনীতিবিদদের হাতে আর বাংলার দায়িত্ব রাখা যায়না।
আবার প্রলয়ের প্রস্তুতির খবর পেয়ে দর্শক যেমন খুশি ঠিক তেমনই কিছু মানুষ বিজেপির সুরে সুর মিলিয়ে বলেছেন এরা শত হলেও জনপ্রতিনিধি। ব্যারাকপুর থেকে নির্বাচিত হওয়া বিধায়ক রাজ চক্রবর্তী শেষ কবে ব্যারাকপুরে এসেছিলেন সেখানকার মানুষ করতে পারেননি। ব্যারাকপুরের জনগণের মতে এরা নিজেদের কাজেই ব্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর সময় এদের নেই। এই বিষয়ে বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছিলেন পার্থ ভৌমিকও।
তবে বিজেপির কটাক্ষ সত্ত্বেও আবার প্রলয় ২ এর শুটিং চলছে পুরোদমে আশা করা যাচ্ছে আগামী বছরেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। সিরিজের নির্মাতারা জানিয়েছেন, নতুন মরশুমে গল্প আরও জটিল হবে। নতুন চরিত্র যোগ হবে, পুরোনো রহস্য ফিরে আসবে। সমাজের অন্ধকার দিক, ক্ষমতার রাজনীতি, অপরাধ ও ন্যায় সব মিলিয়ে আগের চেয়েও বেশি বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন অনিমেষ। শাশ্বতও জানিয়েছেন—চরিত্রটি তাঁর কাছে খুবই প্রিয়। তাই আবার অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জন্যও একপ্রকার আবেগের বিষয়।
শুটিংয়ের প্রথম দিনেই সেটে ছিল উৎসবের আবহ। বড়মার আশীর্বাদ নিয়ে শুটিং শুরু হওয়াকে দলের সদস্যরা শুভ বলে মনে করছেন। সিরিজটির প্রথম সিজন যেভাবে দর্শকদের মনে ঝড় তুলেছিল, দ্বিতীয় সিজনের জন্যও প্রত্যাশা ততটাই উঁচু। দর্শকদের মতে, ‘আবার প্রলয়’ ফিরে আসছে মানেই পর্দায় ফের সেই টানটান উত্তেজনার জন্য অপেক্ষা করছে দর্শক কুল।


