‘সবার চৈতন্য হোক’ লক্ষ্মী পুজোয় আর কী পার্থনা করলেন অপরাজিতা?

যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো হয় তার মধ্য অন্যতম হলেন অপরাজিতা আঢ্য (Aaparajita adhya) । প্রতিবছর নিজে হাতে জাকজমোক ভাবে বাড়িতে…

Aaparajita-adhya

যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো হয় তার মধ্য অন্যতম হলেন অপরাজিতা আঢ্য (Aaparajita adhya) । প্রতিবছর নিজে হাতে জাকজমোক ভাবে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেন অভিনেত্রী। অপরাজিতার (Aaparajita adhya) বাড়িতে পুজোতে আমন্ত্রিত থাকে ইন্ডস্ট্রির সতীর্থ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা। এছাড়াও পাড়ার এবং পরিবারের সকলেই আমন্ত্রিত থাকেন উপস্থিত থাকেন।

এবছরও লক্ষ্মী (kojagari laxmi) আরাধনায় মাতলেন অপরাজিতা (Aaparajita adhya) তবে সমস্ত আড়ম্বর বিহীন। সকাল থেকে শুরু হয়েছে পুজোর নানা প্রস্তুতি। লক্ষ্মী প্রতিমা সাজানো থেকে নানা রকমের ভোগ সবটাই নিজে হাতেই করছেন অভিনেত্রী। প্রতিবছরের মতো এবছরও নিজে হাতে প্রতিমা সাজিয়ে দিলেন অভিনেত্রী। সকালবেলা সেই ভিডিও অপরাজিতা তার সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন। তবে অতিথিদের সমাগম নেই, একেবারে ঘরোয়াভাবেই লক্ষ্মীপুজো পালন করলেন অপরাজিতা।

   

এদিন অপরাজিতা (Aaparajita adhya) এক সংবাদ মাধ্যমকে বলেন , ‘আজ লক্ষ্মীদেবীর আরাধনা সবাই করছেন। সবাইকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে বলব, প্রত্যেককে বলব সাবধানে থাকুন। ছোটবেলা থেকে একটাই কথা শুনে বড় হয়েছি, সাবধানের কোনও বিকল্প নেই। সে শরীরের ক্ষেত্রেই হোক বা মনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। আজ আমাদের একটাই প্রার্থনা যে সবার চৈতন্য হোক। এমন একটা সমাজে আমরা বাস করছি, যেখানে প্রত্যেকদিন মহিলাদের লাঞ্ছিত হতে হয়।

অথচ আমরা মা দুর্গার পুজো করি, মা লক্ষ্মীর পুজো করি। সরস্বতীর পুজো করি। আমরা দেবীদের পুজো করি অথচ প্রতিদিন আমাদের সমাজের দেবীদের লাঞ্ছিত হতে হয়। কে কী করল বা কার জন্য হচ্ছে নয়.. একটা মানুষ হিসেবে এটা লাঞ্ছনা। মানুষ হিসেবে এটা ঘৃণ্য যে মানুষ এই ঘটনা ঘটায়। মানুষের মধ্যে এখনও বোধ নেই। যাদের হাতে ক্ষমতা আছে তারা আরও বেশি করে ঘটায়।

সুতরাং ক্ষমতার অপব্যবহার করা বন্ধ করুন। যার যা দায়িত্ব সে সেটা সঠিকভাবে পালন করুন আর প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান। প্রত্যেকের গলা মেলানোর দরকার আছে.. তবে যদি কিছুটা পরিবর্তন আসে। আমরা বহুদিন ধরে পরিবর্তন পরিবর্তন আশা করে আসছি। এবার সত্যিই একটা কিছু হোক। সত্যিই ন্যায়বিচার আসুক, মেয়েরা ভাল থাকুক। এর থেকে বেশি আর কিই বা চাইব’