Bangla Medium: আসছে বাংলা-ইংরেজির মেলবন্ধনে নতুন প্রেমকাহিনি

serial called Bangla Medium is going to come soon

বাংলা ধারাবাহিক জগতে আসতে চলেছে নতুন ধামাকা। বেশ কিছুদিন আগে অভিনেতা নীল অভিনীত ‘উমা’ ধারাবাহিক সমাপ্তি ঘটেছে। প্রাথমিকভাবে উমার ধারাবাহিক টিআরপির উচ্চতার নিরিখে উপরের দিকে থাকলেও পরবর্তীকালে তারা নিজেদের স্থান ধরে রাখতে না পারায় এই ধারাবাহিকে যবনিকা পড়ে যায়।

Advertisements

ইতিমধ্যেই স্টার জলসার একটি নতুন ধারাবাহিকের প্রিমিয়ারে দেখতে পাওয়া যাচ্ছে জিবাংলা খ্যাত কৃষ্ণকলির সেই পুরনো জুটিকে। স্টার জলসা খুব শীঘ্রই আসতে চলেছে বাংলা মিডিয়াম (Bangla Medium) নামের একটি সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে নীল, তিয়াসাকে।

   

এই ধারাবাহিক টির নাম শুনে বুঝতে পারা যাচ্ছে যে, এই ধারাবাহিকের মূল কাহিনী হতে চলেছে আজকালকার দিনে বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম স্কুলের মধ্যে এক অদৃশ্য পার্থক্য দেখতে পাওয়া যায় মূলত এই বিষয় নিয়েই ধারাবাহিকটি শুরু হতে চলেছে। এছাড়াও এই ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে গ্রামের মানুষের সাথে শহরের মানুষের পার্থক্য।

Advertisements

ভিন্ন স্বাদের এই সিরিয়াল ইতিমধ্যেই বাংলা দর্শকদের মন জয় করে নিয়েছে ট্রেলার এর মাধ্যমে। অভিনেতা নীল ২০১৪ সালে স্টার জলসাতেই ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করে। অভিনেত্রী তিয়াসা ২০১৮ সালে জী বাংলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। ‘ বাংলা মিডিয়াম নামুক সিরিয়ালটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া পাবে বলে আশা প্রযোজকসহ পরিচালকের।