বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) সম্প্রতি ২০ বছর পূর্ণ করলেন অভিনয় জগতে। ২০০১ সালে তার প্রথম সিনেমা হেমন্তের পাখি মাধ্যমে যাত্রা শুরু করে, আজ তিনি টলিউডের অন্যতম প্রতিষ্ঠিত নাম।
২০ বছর ধরে তিনি যে সব চরিত্রে অভিনয় করেছেন, সেগুলোতে তার প্রতিভা এবং দক্ষতার প্রমান পাওয়া গেছে । “মাস্তান” থেকে “বিজয়া”—তার যাত্রা চরম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। এই দীর্ঘ সফরে স্বস্তিকা (Swastika Mukherjee) বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, কখনও বোল্ড চরিত্র, কখনও মায়ের চরিত্র আবার কখনও অন্য চরিত্রে অভিনয় করে মন জয় করে এসেছেন সকলের।
View this post on Instagram
এদিন ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ হওয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে একটি হৃদয়স্পর্শী বার্তা দিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। মস্তান ছবির পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন,’মস্তান আমার প্রথম ছবি ছিল হিরোইন হিসেবে। ২০০৪ সালের ২২ অক্টোবর ছবিটা বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এটা একটা দোভাষী ছবি ছিল। দুটো ভাষায় মুক্তি পেয়েছিল। বাংলায় নাম ছিল মস্তান আর ওড়িয়ায় সুনা শঙ্খলি। মস্তান থেকে বিজয়া আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি।’
প্রসঙ্গত, স্বস্তিকার (Swastika Mukherjee) ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ার শুধুমাত্র সাফল্যের কাহিনী নয়, বরং একটি যাত্রা যা তাকে একজন সমাজসচেতন শিল্পী হিসেবে গড়ে তুলেছে। তিনি নানা সামাজিক ইস্যু নিয়ে তার মতামত প্রকাশ করতে পিছপা হন না, যা তাকে তার ভক্তদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। কলকাতার আরজি কর কাণ্ডে যে সমস্ত শিল্পীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee )।
উল্লেখ্য, স্বস্তিকাকে (Swastika Mukherjee) শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবিতে। চলতি বছরে দুর্গা পুজোতে মুক্তি পেয়েছিল এই ছবি। ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম ইরা। যা দর্শক মহলে বেশে প্রশংসিত হয়েছে। স্বস্তিকা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব এবং রুক্মিণী মৈত্র।