দেশের বাইরে গিয়েছেন ঐশ্বর্য রায়(Aishwarya Rai Bachchan)। ঘুরতে নাকি অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্যই? অনেক নেটিজেন ভিন্ন মত পোষণ করলেও, আসল কারণটা কী? বলিপাড়ার সূত্র বলছে, বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বর্যর মধ্য়ে নাকি প্রায় মুখ দেখা বন্ধ। তবে মধ্যিখানে পড়েছে ছোট্ট আরাধ্য়া। শোনা যাচ্ছে, আরাধ্য়া কার কাছে থাকবে, তা নিয়েই এখন নানা বিতর্ক।
বড় পুরস্কারে পুরস্কৃত সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’
মুম্বই ছেড়ে একা একাই মার্কিন মুলুকে পাড়ি দিলেন জুনিয়ার বচ্চন ঘরনি। আরাধ্যা রইলেন অভিষেকের কাছে। তাহলে কি একেবারেই স্বামীগৃহ ত্যাগ করলেন ঐশ্বর্য? তাহলে কি সত্যিই ভাঙন লেগেছে? এক বিজ্ঞাপনের শুটিংয়েই নিউ ইয়র্কে রয়েছেন ঐশ্বর্য। বেশ কয়েকদিন সেখানেই থাকবেন। জানা গিয়েছে, কাজ শেষে নাকি একা একাই নিউ ইয়র্কের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি।
View this post on Instagram
সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে। এসবের মাঝেই ঘুরে ফিরে আবারও নেটপাড়া অতীত খুঁড়ে ঐশ্বর্যর ফিল্মি কেরিয়ার নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। আদৌ অভিনেত্রীর স্বল্প সংখ্যক ছবির নেপথ্যে জুনিয়র বচ্চন?
সংসদে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে ডাকতেই রেগে গেলেন জয়া, বললেন…
অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য অশান্তির গুঞ্জনে ভরে উঠেছে সোশাল পাড়া, তখন ঐশ্বর্যর অনুরাগীদের ছেটানো কাদা মুছতে ব্যস্ত অভিষেক অনুরাগীরা। তাঁরা আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আদতে সম্পর্ক ওঁদের মধ্যে যাই হোক না কেন, বচ্চনবধূর ছবির অন্যতম গুণমুগ্ধ জুনিয়র বচ্চন।