নীট বিপত্তিতে কী রায় সুপ্রিম কোর্টর? রইল বিস্তারিত

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা নীট। এবার সেই নীট পরীক্ষা নিয়ে তৈরি হল জল্পনা। যে জল্পনার মাত্রা পৌঁছে গেল শীর্ষ আদালতে। তবে এই মেডিক্যাল প্রবেশিকা…

SC

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা নীট। এবার সেই নীট পরীক্ষা নিয়ে তৈরি হল জল্পনা। যে জল্পনার মাত্রা পৌঁছে গেল শীর্ষ আদালতে। তবে এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে যে অভিযোগ ওঠে তার ভিত্তিতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছে। যা ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন।

গত ৫ই মে সমগ্র দেশ জুড়ে এই নীট পরীক্ষা হয়েছিল। আর তার পরেই উঠে আসে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। সেই অভিযোগ শীর্ষ আদালতে পৌঁছে যাওয়ায় শুনতে রাজি হয় আদালত। তবে আদালত জানায় নতুন করে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা নেওয়া বা পরীক্ষার রেজাল্ট ঘোষণা করার উপর স্থগিতাদেশ জারি করা যাবে না। পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি এই নীটের রেজাল্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়, তাহলে তার খারাপ প্রভাব পড়বে ২৩ লাখ পরীক্ষার্থীদের জীবনে।

   

বংশিকা যাদব নামে এক ব্যক্তি নীট নিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে মেধার সুযোগ নষ্ট হয়ে যাবে। ফলে ভবিষ্যতের অসংখ্য ডাক্তারের জীবনে প্রভাব পড়বে সাথে বিশেষ সুবিধা পেয়ে যাবেন ভুয়ো প্রার্থীরা। তবে বংশিকা যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তা শুনতে রাজি হয়েছে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। যদিও নতুন করে নিট পরীক্ষার আয়োজন এবং এবারের নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করার যে আর্জি জানান আইনজীবী নরেন্দর হুডা, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

তবে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিহারের পাটনা থেকে যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের জেরা করেই জানা গিয়েছে যে পরীক্ষার আগেরদিন রাতেই ২০ জনের হাতে প্রশ্নপত্র চলে গিয়েছিল। সেই ঘটনা কে কেন্দ্র করেই ওঠে বিপত্তি। এখন দেখার বিষয় একটাই এর শেষ পরিণতি কী হয়। আর সেদিকেই তাকিয়ে হবু ডাক্তাররা।