কলকাতা: প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার, ২ মে, সকাল ৯টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৬৯,৪২৫ জন, যার মধ্যে ৯,১৩,৮৮৩ জন ছিলেন রেগুলার পরীক্ষার্থী।
পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হল ৬৯ দিনের মাথায়। এ বছরের মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি।
মেধাতালিকায় প্রথম অদৃত সরকার
মাধ্যমিকে এবারে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের অদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের হিসেবে ৯৯.৪৬%। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন — মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল, দু’জনেই পেয়েছেন ৬৯৪ নম্বর।
তৃতীয় হয়েছেন বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৯৩।
শীর্ষে পূর্ব মেদিনীপুর West Bengal Madhyamik results
পাশের হারে জেলার তালিকায় শীর্ষস্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। এরপর রয়েছে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।
প্রথম দশে মোট ৬৬ জন
এবার প্রথম দশে স্থান পেয়েছে মোট ৬৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রথম দশ স্থান অধিকারী কয়েকজনের নাম ও বিদ্যালয়ের তালিকা নিচে দেওয়া হল:
মেধাতালিকা (শীর্ষ ১০ স্থান পর্যন্ত):
প্রথম স্থান: অদৃত সরকার — রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর | নম্বর: ৬৯৬
দ্বিতীয় স্থান (যুগ্ম): অনুভব বিশ্বাস — রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ | ৬৯৪
সৌম্য পাল — বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া | ৬৯৪
তৃতীয় স্থান: ঈশানী চক্রবর্তী — কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া | ৬৯৩
চতুর্থ স্থান (যুগ্ম):
মহঃ সেলিম — নিরোল উচ্চ বিদ্যালয় | ৬৯২
সুপ্রতিক মান্না — কাঁথি মডেল ইনস্টিটিউট | ৬৯২
পঞ্চম স্থান (৪ জন):
সিনচান নন্দী — গৌরহাটি হরদাস ইনস্টিটিউট | ৬৯১
চৌধুরী মহঃ আসিফ — কামারপুকুর আর.কে. মিশন মাল্টিপারপাস স্কুল | ৬৯১
দীপ্তজিৎ ঘোষ — ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন | ৬৯১
সোমতীর্থ করণ — নরেন্দ্রপুর আর.কে. মিশন বিদ্যালয় | ৬৯১
ষষ্ঠ স্থান (৫ জন):
অউঞ্চ দে — ফালাকাটা উচ্চ বিদ্যালয় | ৬৯০
জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায় — বিবেকানন্দ শিক্ষানিকেতন | ৬৯০
রুদ্রানিল মাসান্তা — গোরাসোল মুরালিধর হাইস্কুল | ৬৯০
অঙ্কন মণ্ডল — টাকি রামকৃষ্ণ মিশন | ৬৯০
অভ্রদীপ মণ্ডল — সারদা বিদ্যাপীঠ | ৬৯০
সপ্তম স্থান (৫ জন):
দেবার্ঘ্য দাস — ফালাকাটা উচ্চ বিদ্যালয় | ৬৮৯
অঙ্কন বসাক — গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় | ৬৮৯
আরিত্রা দে — বিবেকানন্দ শিক্ষানিকেতন | ৬৮৯
দেবাদ্রিতা চক্রবর্তী — বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল | ৬৮৯
সোরিন রায় — অমরগড় উচ্চ বিদ্যালয় | ৬৮৯
অষ্টম স্থান (১৬ জন):
অনির্বাণ দেবনাথ— তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।
সত্যম সাহা—রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির। ৬৮৮।
আসিফ মেহবুব—জয়েনপুর উচ্চ বিদ্যালয়। ৬৮৮।
মোঃ ইনজামাম উল হক —টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়। ৬৮৮।
মোঃ ইনজামাম উল হক—রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ৬৮৮।
অরিত্র সাহা—রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ৬৮৮।
সুভ্রা সিংহমহাপাত্র—বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। ৬৮৮।
অরিজিৎ মণ্ডল—রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। ৬৮৮।
স্পন্দন মৌলিক—রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। ৬৮৮।
শ্রীজয়ী ঘোষ—নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। ৬৮৮।
পাপড়ি মণ্ডল—বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। ৬৮৮।
সৌপ্তিক মুখোপাধ্যায়—কংসাবতী শিশু বিদ্যালয়। ৬৮৮।
উদিতা রায়—বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। ৬৮৮।
অরিত্র সাঁতরা—মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়। ৬৮৮।
পুষ্পক রত্নম—নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়-৬৮৮।
অবন্তিকা রায়—রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। ৬৮৮।
নবম স্থান (১৪ জন)
দেবাঙ্কন দাস – তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল৷ ৬৮৭৷
মৃন্ময় বসাক – কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়৷ ৬৮৭৷
অনিক সরকার – বালুরঘাট হাইস্কুল৷ ৬৮৭৷
অরিত্রী মণ্ডল – বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল৷ ৬৮৭৷
দিশা ঘোষ – দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির৷ ৬৮৭৷
ময়ূখ বসু – কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়৷ ৬৮৭৷
পরমব্রত মণ্ডল – বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়৷ ৬৮৭৷
অয়ান নাগ – কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল৷ ৬৮৭৷
অঙ্কুশ জানা – বেলদা গঙ্গাধর একাডেমি৷ ৬৮৭৷
দ্যুতিময় মণ্ডল – বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন৷ ৬৮৭৷
ঐশিক জানা – কন্টাই মডেল ইনস্টিটিউট৷ ৬৮৭৷
প্রোজ্জ্বল দাস – শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল৷ ৬৮৭৷
অনিশ দাস – প্রফুল্ল নগর বিদ্যামন্দির৷ ৬৮৭৷
তানাজ সুলতানা – জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়৷ ৬৮৭৷
দশম স্থান (১৬ জন):
কৌস্তভ সরকার – রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
আমিনা বানু – মোজামপুর গার্লস হাই স্কুল৷ ৬৮৬৷
উবে সাদাফ – সুজাপুর উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
প্রিয়ম পাল – বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
তুহিন হালদা – বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
দেবায়ন ঘোষ – কোটাসুর উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
এসকে আরিফ মণ্ডল – গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
সম্যক দাস – নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল৷ ৬৮৬৷
স্বাগত সরকার – কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল৷ ৬৮৬৷
অয়ন্তিকা সামন্ত – চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথি৷ ৬৮৬৷
সমন্বয় দাস – তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
বিশ্রুত সামন্ত – ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
সায়ন বেজ – পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন৷ ৬৮৬৷
সোহম সাঁতরা – মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়৷ ৬৮৬৷
শৌভিক দিন্দা – সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির৷ ৬৮৬৷
রাহুল রিক্টিয়াজ – মজিলপুর জে.এম. ট্রেনিং স্কুল৷ ৬৮৬৷
ফলাফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও অ্যাপে ফল জানতে পারছেন। সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্কুলে মার্কশিট ও শংসাপত্র বিতরণ।
Education-Career: West Bengal Madhyamik (Class 10) results for 2025 are out! Overall pass rate is 86.56%. Adrit Sarkar tops with 696 marks. East Medinipur leads districts with 96.46% pass rate.