প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, রইল তথ্য

   ফলপ্রকাশ হল রাজ্য জয়েন্টে এন্ট্রাস পরীক্ষার। এবার জয়েন্টে পাশের হার হল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। অর্থাৎ এবার রাজ্য জয়েন্ট পরীক্ষায়…

jee
  

ফলপ্রকাশ হল রাজ্য জয়েন্টে এন্ট্রাস পরীক্ষার। এবার জয়েন্টে পাশের হার হল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। অর্থাৎ এবার রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশের হার সামান্য বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশের খবর জানানো হয় রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের পক্ষ থেকে। এবার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কিংশুক পাত্র। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে সিবিএসসি বোর্ডের ৪ জন। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এই বছর ২৮ এপ্রিল রবিবার ছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা । এই বছর মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। পেপার ১ ও পেপার ২-এর দুটি পরীক্ষা আয়োজিত হয়েছিল দুটি শিফটে। প্রথম শিফট ছিল সকাল ১১টা থেকে ১টা এবং দ্বিতীয় শিফট ছিল বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। তবে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন- কিংশুক পাত্র,দ্বিতীয় হয়েছেন- শুভ্রদীপ পাল,তৃতীয় হয়েছেন বিবস্বান বিশ্বাস,পঞ্চম হয়েছেন- ময়ূখ চৌধুরী, অষ্টম অথর্ভ সিংহানিয়া, এবং নবম হয়েছেন সৌনক কর।

   

কবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। বুধবার সাংবাদিক বৈঠকে কাউন্সেলিংয়ের সম্ভাব্য সময় নিয়ে কিছু বিলেননি রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান যে কাউন্সেলিং যাতে দ্রুত করা যায়, সেজন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরোটা নির্ভর করছে তিনটি সংস্থার উপরে – অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশনের (AICTE), কাউন্সিল অফ আর্কিটেকচার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার উপর।

কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল?

ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। ওয়েবসাইটটি হলো https://wbjeeb.nic.in

কিভাবে দেখতে হবে রেজাল্ট?

WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://wbjeeb.nic.in সেখানে “Result and Admission” অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন পেজে অ্যাপ্লিকেশন নং এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজাল্ট সেকশনে নিজেদের রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড পেয়ে যাবেন। তারপর স্ক্রিনে আসা রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে।

অনলাইনে রাজ্য জয়েন্টের ফলাফল দেখার সময়সূচিঃ-
দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হলেও অনলাইনে রেজাল্ট দেখার জন্য প্রার্থীদের আরও দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। বিকেল ৪ টে থেকে প্রার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সেজন্য তাঁদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে।