প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট ২০২৪ এর ওএমআর শিট,রইল বিস্তারিত

পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা নিয়ে আশাবাদী বহু ছাত্রছাত্রী । বছরের পর বছর রাজ্যের সেই সকল মেধাবী ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আর পরীক্ষার পর…

WB JEE OMR

short-samachar

পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা নিয়ে আশাবাদী বহু ছাত্রছাত্রী । বছরের পর বছর রাজ্যের সেই সকল মেধাবী ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আর পরীক্ষার পর তাদের কাছে চিন্তার বিষয় থাকে যে এর ফলাফল কি হতে পারে। সেই ফলাফলের উপর নির্ভর করে তাদের ভবিষ্যত । তাই এবার তাদের কথা মাথায় রেখেই প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা ২০২৪ এর ওএমআর শিট। তবে
এই ওএমআর শিটকে চ্যালেঞ্জ করার শেষ তারিখও ঘোষনা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড।

   

ওএমআর শিট এর সমস্ত তথ্য প্রকাশ করেছে ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড’ বিশেষ ওয়েবসাইটে। সেখানেই দেওয়া হয়েছে সমস্ত বিষয়। ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড’
এর পক্ষ থেকে জানান হয়েছে যে wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গেলেই দেখা যাবে ওএমআর। তবে তার আগে ক্লিক করতে হবে https://wbjeeb.nic.in/ এই লিঙ্কে। তবে ওএমআর-এর উত্তরকে চ্যালেঞ্জ করার জন্য শেষ তারিখও এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ওএমআর শিটকে রিভিউ করার শেষ তারিখ ২৪ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত দেওয়া হয়েছে। এই রিভিউ করতে গেলে পরীক্ষার্থীকে প্রতি ক্ষেত্রে ৫০০ টাকা করে দিতে হবে । টাকার পেমেন্ট যদি না হয়, তাহলে রেসপন্স বাতিল হবে। এই টাকার পেমেন্ট অনলাইন অর্থাৎ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যাবে।

যাঁরা কোনও বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাঁরা wbjeeb@gmail,com এ গিয়ে মেইল করে যোগাযোগ করতে পারেন। এদিকে প্রশ্নের বুকলেট নম্বরও সাইটে দেওয়া হয়েছে।

রেসপন্স শিট ডাউনলোড করতে গেলে – https://wbjeeb.nic.in/ লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ক্লিক করুন View and Challenge for WBJEE 2024 অংশে। তারপর লগ ইন করুন নিজের পাসওয়ার্ড। এর পরেই স্ক্রিনে আসবে ওএমআর শিট। অবশেষে ডাউনলোড করে নিন ও সেভ করে নিন ওএমআর শিট।