কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের আগেই প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। ১৮ মার্চ শেষ হয়েছিল উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা, আর মাত্র ৫০ দিনের মাথায় সোমবার (৭ মে) ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE)। ফলাফলের নিরিখে এ বছর করোনোত্তর সময়ে সবচেয়ে ভাল পারফরম্যান্স বলেই দাবি পর্ষদের।
মেয়েদের তুলনায় এগিয়ে ছেলেরা, পাশের হার প্রায় ৯১%
এবছর মোট পাশের হার ৯০.৭৯%। ছেলেদের পাশের হার ৯২.৩%, যেখানে মেয়েদের ৮৮.১২%। তবু পর্ষদের দাবি, পরীক্ষায় বসা পরীক্ষার্থীর সংখ্যায় মেয়েরা প্রায় ৪৭ হাজার বেশি। এই ব্যবধানের পেছনে ‘কন্যাশ্রী’ প্রকল্পের ভূমিকা রয়েছে বলেই মনে করছেন পর্ষদের আধিকারিকরা।
বর্ধমানের রূপায়ন রাজ্যের সেরা West Bengal HS Result
সেরা ১০-এ স্থান পেয়েছেন ৭২ জন ছাত্রছাত্রী। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন এক জন করে। প্রথম স্থানে রয়েছেন বর্ধমানের রূপায়ন, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪%)।
জেলা ভিত্তিক সাফল্য ও বিভাগ ভিত্তিক পাশের হার
জেলায় জেলায় পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর (৯৫.৭৪%)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩%) ও কলকাতা (৯৩.৪৩%)।
বিষয় অনুযায়ী সর্বোচ্চ পাশের হার বিজ্ঞান বিভাগে — ৯৯.৪৬%। বাণিজ্য বিভাগে ৯৭.৫২% ও কলা বিভাগে ৮৮.২৫%।
পরীক্ষা ও ফলাফলের বিশেষ দিক
এ বছর মোট ৬২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে ১৫টি ভাষায়। পরীক্ষা হয়েছে ৮২৭টি কেন্দ্র ও ৬,৭৯১টি স্কুলে। মোট পরীক্ষার্থী ছিলেন ৪,৮২,৯৪৮ জন, যার মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৪,৭৩,৯১৯ জন। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭।
এবারই প্রথম মার্কশিটে থাকছে QR কোড। মঙ্গলবার সকাল ১০টা থেকে ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষা প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা
প্রশ্নফাঁস রুখতে এই বছর প্রথমবার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েন ৮ জন, যাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, প্রশ্নপত্র সংক্রান্ত কোনও অভিযোগ আসেনি।
বার্ষিক নয়, এবার থেকে সেমিস্টার পদ্ধতি
২০২৫ সাল থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমিস্টার, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় সেমিস্টার হবে ১২ ফেব্রুয়ারি থেকে।
ফলাফল দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wbchse.wb.gov.in) সোমবার দুপুর ২টো থেকে।
এটাই শেষ বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা। নতুন সেমিস্টার ভিত্তিক পদ্ধতির দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থাও।
Education-Career: WBCHSE declares HS Result 2025 early! Overall pass rate 90.79%, boys outperform girls. Burdwan’s Rupayan tops. District & subject-wise results here.