আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা

আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিশেষ…

constable

আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এইবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে কিছুটা বদল আনা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার আয়োজন করা হবে এবারের নিয়োগ প্রক্রিয়াতে তা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া পূর্ববর্তী মেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষারও আয়োজন করা হবে এক্ষেত্রে। এখানেই শেষ নয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ জুন তারিখে লোকসভা ভোটের অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগামী ৪ জুন ফলাফল প্রকাশ পাবে। এই ফলাফল ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করবে রাজ্য সরকার। এর মধ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষাগুলি রয়েছে।

   

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্র থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য এবার প্রায় ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন এখানে । সমস্ত রকম ব্যবস্থা সঠিক থাকলে পুলিশ রিক্রুটমেন্ট -এর জন্য লিখিত পরীক্ষাগুলি আয়োজন হতে পারে আগস্ট মাস থেকে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট -এর জন্য কেবলমাত্র ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে শুরুতে পরে শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হবে। অন্যদিকে, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট -এর জন্য প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা তারপর শারীরিক যোগ্যতার পরীক্ষা এবং তারপর মেন্স পরীক্ষা আয়োজিত হবে। সেক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বর দুই মাস জুড়েই বিভিন্নও নিয়োগের পরীক্ষাগুলি আয়োজন করবে রাজ্য সরকার।