কলকাতা: আজ সকাল ৯টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করছেন। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন পর্ষদ সচিবও।
শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে শীর্ষস্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তারপর যথাক্রমে কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হলো। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ২,৬৮৩টি কেন্দ্রে। প্রশ্নপত্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৪২৩ জন কাস্টডিয়ান।
কী ভাবে ফল দেখবেন? WB Madhyamik Result
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট এবং নির্দিষ্ট মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছে। সকাল ১০টা থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। এর মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০ জন। গত বছরের তুলনায় এবার ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে অংশ নিয়েছে।
Education-Career: West Bengal Madhyamik (Class 10) results for 2025 announced today by WBBSE. East Medinipur district achieves the highest pass rate, followed by Kalimpong, Kolkata, and West Medinipur. Check results online from 9:45 AM.