রাত পোহালেই উচ্চমাধ্যমিকের ফল, কখন দেখা যাবে ওয়েবসাইটে?

WB HS Semester 1 Result 2025

কলকাতা: কাউন্টডাউন শুরু। আর কয়েক ঘণ্টা! আগামীকাল, অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ-মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল। এই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, আর তারই প্রথম পর্বের ফল প্রকাশ হবে শুক্রবার দুপুরে।

Advertisements

কী ভাবে দেখবেন রেজাল্ট?

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, সকাল ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এরপর দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন পর্ষদের ওয়েবসাইটে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই দেখা যাবে মার্কস। 

   

এই বছর উচ্চ-মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছিল গত ৮ সেপ্টেম্বর, শেষ হয় ২২ সেপ্টেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। তার মধ্যে ৯৮.৪২ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন—২০১৪ সালের পর যা সর্বাধিক। পর্ষদের দাবি, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় পরীক্ষায় উপস্থিতির হার বেড়েছে।

Advertisements

OMR শিটে মূল্যায়ন WB HS Semester 1 Result 2025

উল্লেখযোগ্যভাবে, এই বছর প্রথমবার উচ্চ-মাধ্যমিকের উত্তরপত্র OMR শিটে মূল্যায়ন হয়েছে। পর্ষদ জানিয়েছে, দ্রুত ও নির্ভুল ফল প্রকাশের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামীকাল ফল ঘোষণা হলে দুপুর ২টার পর থেকেই তা ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। স্কুলের প্রধানশিক্ষক পরবর্তীতে স্ট্যাম্প ও স্বাক্ষরসহ মার্কশিট পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করায় পর্ষদের দ্রুততার প্রশংসা করছেন অনেকে। রাজ্যের শিক্ষামহল মনে করছে, নতুন সেমিস্টার পদ্ধতির ফলে আগামী দিনে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার কাঠামো আরও গতি ও স্বচ্ছতা পাবে।