বন্ধ হবে ‘দাদাদের’ তোলাবাজি! খুলছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অভিন্ন পোর্টাল

অপেক্ষার অবসান! অবশেষে রাজ্যজুড়ে (WB College Admission) চালু হতে চলেছে কলেজে ভর্তি অভিন্ন পোর্টাল। ২০২২ এবং ২০২৩ সালেও এই পোর্টাল চালু করার কথা ভেবেছিল পশ্চিমবঙ্গ…

wb-college-admission-west-bengal-may-introduce-single-portal-for-college-admissions-of-hs-students-very-soon

অপেক্ষার অবসান! অবশেষে রাজ্যজুড়ে (WB College Admission) চালু হতে চলেছে কলেজে ভর্তি অভিন্ন পোর্টাল। ২০২২ এবং ২০২৩ সালেও এই পোর্টাল চালু করার কথা ভেবেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু শেষ মুহূর্তে বিভিন্ন জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়। তবে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে এই পোর্টালের মাধ্যমেই ভর্তি হওয়া যাবে রাজ্যের সমস্ত কলেজগুলিতে।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি প্রকাশ করবে রাজ্য সরকার। তার পরপরই কলেজে ভর্তির এই অভিন্ন পোর্টাল খুলে দেওয়া হবে। কমপক্ষে ২০টি কলেজে আবেদন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা। মেরিট লিস্ট প্রকাশেও কলেজের কোনও ভূমিকা থাকবে না। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট।

   

বাংলার বিভিন্ন প্রান্তের কলেজগুলিতে ছাত্রভর্তি ঘিরে ইউনিয়নের বা বলা ভালো ছাত্রনেতাদের তোলাবাজির ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছে। কোনও ভাবেই এই বিষয়টিতে রাশ টানতে পারেনি সরকার। ঠিক সেই পরিস্থিতি থেকেই কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় ভাবে পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২, ২০২৩ এ তা সম্ভব হয়নি।

নিট ‘দুর্নীতি’: মেডিক্যালে ভর্তির পরীক্ষা ফের রাজ্যের কাছে ফেরানোর দাবি ব্রাত্যর

অবশেষে ২০২৪ এ চালু হতে চলেছে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গোটা রাজ্যের যে কোনও জায়গা থেকে যে কোনও কলেজে ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনেই কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একজন ছাত্র বা ছাত্রী ২০টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন।

এদিকে রাজ্যজুড়ে অভিন্ন পোর্টাল চালু হলেও তা সমস্ত কলেজের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। কিছু স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলিকে এই পোর্টালের বাইরে রাখা হয়েছে। এই কলেজগুলির মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুড় বিদ্যামন্দির, স্কটিশ চার্চ কলেজ, সেন্ট পলস কলেজ, শ্রীরামপুর কলেজ প্রভৃতি।

‘দিল্লির বাংলো ছাড়বেন না’, অধীরকে বড় ইঙ্গিত কংগ্রেস হাইকমান্ডের

এছাড়াও এই তালিকায় রয়েছে শ্রী শিক্ষায়তন, ভবানীপুর এডুকেশন সোসাইটির মতো কলেজ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আবার জয়েন্ট বোর্ডের মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভর্তি নিচ্ছে পড়ুয়াদের। অবশ্য এই কলেজগুলির দাবি, কেন্দ্রীয়ভাবে পোর্টাল চালু নিয়ে কোনও বৈঠকে তাদের ডাকা হয়নি। ফলে তারা এই প্রক্রিয়া থেকে বাদ ধরে নিয়েই নিজেদের মতো করে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।