Sunday, December 7, 2025
HomeEducation-CareerJob News: ভাইজ্যাগ স্টিল প্লান্টে প্রচুর নিয়োগ

Job News: ভাইজ্যাগ স্টিল প্লান্টে প্রচুর নিয়োগ

- Advertisement -

ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনে ভাইজ্যাগ স্টিল প্লান্টে “ট্রেড অ্যাপ্রেন্টিস” পদে প্রচুর নিয়োগ করা হচ্ছে৷ শূণ্যপদে প্রার্থী নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ২৬ জুন ২০২১ থেকে আবেদনপত্র জমা নেওয়ার শেষদিন ১৭ জুলাই ২০২১৷ তাই প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ বা তার আগে www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হল।
মোট পদ – ৩১৯, কর্মস্থল – বিশাখাপত্তনম

   

কোন কোন পদে নিয়োগ করা হবে: ফিটার – ৭৫, টার্নার – ১০, মেশিনিস্ট – ২০, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক) – ৪০, মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স – ২০, ইলেকট্রিশিয়ান – ৬০, কার্পেন্টার – ২০, এসি এবং ফ্রিজ মেকানিক – ১৪, ডিসেল মেকানিক – ৩০, কম্পিউটার ওপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ৩০

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বয়সের হিসাব করা হবে ০১/১০/২০২০ এর হিসেবে।
আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
নির্দিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Application Fees:
জেনারেল / ই ডব্লু এস এবং ও বি সি – ২০০/-
এস সি / এস টি এবং পি ডব্লু ডি – ১০০/-
আবেদনকারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউ পি আই, ব্যাংক চালান এর মাধ্যমে প্রদান করতে পারেন।
মাসিক বেতন : ট্রেড অ্যাপ্রেন্টিস – ৭,৭০০/- থেকে ৮,৮৫০/-

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular