৬০,২৪৪টি শূন্যপদে পুলিশকর্মী নিয়োগ করবে সরকার, ঘোষণা হল পরীক্ষার দিনক্ষণ

আপনারও কি পুলিশে চাকরি করার স্বপ্ন রয়েছে? তাহলে আর চিন্তা নেই, কারণ আপনার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর এই সুযোগ করে দিচ্ছে রাজ্য…

polce job ৬০,২৪৪টি শূন্যপদে পুলিশকর্মী নিয়োগ করবে সরকার, ঘোষণা হল পরীক্ষার দিনক্ষণ

আপনারও কি পুলিশে চাকরি করার স্বপ্ন রয়েছে? তাহলে আর চিন্তা নেই, কারণ আপনার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর এই সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন।

জানা গিয়েছে, এবার এক ধাক্কায় ৬০,২৪৪টি শূন্যপদে পুলিশকর্মীকে নিয়োগ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। যদিও এর জন্য প্রার্থীদের চাকরির পরীক্ষায় বসতে হবে বৈকি। এই মর্মে ইতিমধ্যে যোগী সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর বিজ্ঞপ্তি দেখে চমকে যেতে পারেন আপনিও। উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগ ও প্রমোশন বোর্ড আজ ২৫ আগস্ট এবং আগামী ৩০, ৩১ আগস্ট পরীক্ষার আয়োজন করতে চলেছে।

   

৬০,২৪৪টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা পরিচালনা করবে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগ ও প্রমোশন বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটের পরীক্ষায় অংশ নেবে ৫ লাখ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হবে। প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে এই সুবিধা পেতে পারেন।

নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেবে বোর্ড। এর আগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে তা বাতিল করা হয়। রিজার্ভ সিভিল পুলিশের ৬০২৪৪টি পদে ২৩, ২৪, ২৫, ৩০ ও ৩১ আগস্ট ২০২৪ তারিখে সরাসরি নিয়োগ-২০২৩ এর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নিয়োগ বোর্ড। প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী যোগী ৬ মাসের মধ্যে আবার পরীক্ষা পরিচালনা করার নির্দেশ দিয়েছিলেন।

নিয়োগ বোর্ডের জারি করা গাইডলাইন অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কনস্টেবল পদের জন্য নির্বাচন লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং নথি যাচাই ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী বাছাই প্রক্রিয়ার জন্য ডাকা হবে।