চাকরির বাজারে সুখবর। কারণ চাকরি ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়। আবেদনের আগেই এই অফিসিয়াল ওয়েবসাইটে agriwelfare.gov.in গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে। তাই যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখেনিয়ে যথা শীঘ্রই আবেদনের অনুরোধ রইল।
পোস্টের নাম
যুগ্ম পরিচালক(সম্প্রসারণ)
শূন্যপদের সংখ্যা
০১ টি
বেতন
সম্প্রসারণ অধিদপ্তরে যুগ্ম পরিচালক পদের আধিকারিকদের গ্রেড পে ৬৬০০ বা লেভেল-11 অনুযায়ী ১৫৬০০ – ৩৯১০০ (PB-3) বেতন স্কেলে বেতন পাবেন।
যোগ্যতা
সম্প্রসারণ অধিদপ্তরে যুগ্ম পরিচালক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কৃষি বা কৃষি সম্প্রসারণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা
৫৬ বছর পর্যন্ত প্রার্থীরা যুগ্ম পরিচালক পদে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
যুগ্ম পরিচালক (সম্প্রসারণ) পদের প্রার্থীরা ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হবেন। যোগ্যতা থাকলেই তবেই নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। এছাড়া ইন্টারভিউ, লিখিত পরীক্ষা কিংবা নির্বাচন কমিটির দ্বারা উপযুক্ত বলে মনে করা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে মূল্যায়ন করা হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা,নির্বাচন প্রক্রিয়ার কর্মক্ষমতার ওপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের যথাযথ চ্যানেলের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা
“Smt. ডি. পনি, আন্ডার সেক্রেটারি (সম্প্রসারণ), রুম নং 17, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি ভবন, নয়াদিল্লি।
প্রয়োজনীয় নথি
আবেদন পত্রের সঙ্গে অবশ্যই বিগত পাঁচ বছরের (২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত), ক্যাডার ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ইন্টিগ্রিটি সার্টিফিকেট, এবং গত দশ বছরে APAR-এর ফটোকপি যুক্ত করতে হবে।
সময়সীমা
এমপ্লয়মেন্ট নিউজ/রোজগার সমাচারে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৬০ দিন পর্যন্ত আবেদন করতে হবে। শূন্যপদ সম্পর্কে আরও বিশদ বিবরণ জানার জন্য সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করতে হবে।