শুরু হয়েছে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি ও ক্লার্ক পদে নিয়োগ প্রক্রিয়া, রইল বিজ্ঞপ্তি

Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings
Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings

বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ ইন জাজশিপ অফ বাঁকুড়া। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা এই পদে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আগ্রহী পপ্রার্থীরা শীঘ্রই এখানে আবেদন করতে পারেন। তবে মাথায় রাখতে হবে আগামী ২৪/০৬/২০২৪ তারিখের মধ্যে শেষ আবেদন গ্রহন করা হবে।

পোস্টের নাম :
আপার ডিভিশন ক্লার্ক – ০৯
লোয়ার ডিভিশন ক্লার্ক – ৩৯
সেল বেলিফ– ০৩
প্রসেস সার্ভার -০৯
গ্রুপ ডি (peon/ night guard/ farash) -৩৯

   

বেতনঃ-
চাকরি পাওয়ার পর প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হবে।

যোগ্যতাঃ-
এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেমন আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে এবং সঙ্গে কোনো একটি ইন্সিটিউড থেকে কম্পিউটার চালানের সারটপিট প্রয়োজন লোয়ার ডিভিশন ক্লার্ক ও সেল বেলিফ এর জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ সার্টিফিকেট এবং কম্পিউটার চালানের অভিজ্ঞতা প্রয়োজন। প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে আবেদন জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

বয়সঃ-
এখানে আবেদন করার সময় প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতিঃ-
এই নিয়োগে এর জন্য আবেদন করতে যোগ্য পার্থিদের সরাসরি স্টাফ ইন জাজশিপ অফ বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এর সাথে আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে। অবশেষে অনলাইনে মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করার আগে সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে।

আবেদন ফিঃ-
এই সকল পদে আবেদন করতে গেলে প্রার্থীদের পদের উপর ভিত্তি করে আবেদন ফি নেওয়া হবে।

নিয়োগ পদ্ধতিঃ-
এখানে আবেদন কারী প্রার্থীদের তিনটি পর্যায়ে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। এরপর কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করলে একটি ইন্টারভিউ হবে ইন্টারভিউ তে পাশ করলে নিয়োগ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন