উচ্চ বেতন চাকরি দিতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, রইল আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ রাজ্য চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কারন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বামার লরির পক্ষথেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগ্রহী…

balmer-lawrie

পশ্চিমবঙ্গ রাজ্য চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কারন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বামার লরির পক্ষথেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের জুনিয়র অফিসার পদের মোট ৩৩ টি বিভাগে নিয়োগ করা হবে। এই ৩৩ খানা বিভাগে ভারতের যেকোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ আগামী ০৫/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।

শূন্যপদের নাম:-
বামার লরির পক্ষথেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, সেখানে আগ্রহী প্রার্থীদের মোট ৩৩ টি বিভাগে জুনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা নিম্নে আলোচনা করা হল- জুনিয়র অফিসার (অপারেশন্স), জুনিয়র অফিসার (ইলেক্ট্রিক্যাল), জুনিয়র অফিসার (এসসিএম), জুনিয়র অফিসার (প্রোডাকশন), জুনিয়র অফিসার (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স), জুনিয়র অফিসার (পিডিসি অ্যান্ড পাইলট প্ল্যান্ট), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন্স),

   

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স), ডেপুটি ম্যানেজার (রিটেল সেলস), ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড), সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড), ম্যানেজার (অপারেশন্স), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিকো ফাংশনাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্যাপ অ্যাব্যাপ), ইউনিট হেড (কোল্ড চেন), জুনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন), ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট (প্রোজেক্টস) ইত্যাদি।

বেতনঃ-
বামার লরির পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে চাকরির জন্য নির্বাচিত হওয়া আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রতিমাসে ২১,৭৫০ টাকা থেকে শুরু করে ২,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

যোগ্যতাঃ-
এখানে আবেদন করার জন্য প্রতিটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

বয়সসীমাঃ-
বামার লরির বিভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ২৫ উর্ধ্বে এবং ৪৮ বছরের নিম্নে হতে হবে।

আবেদন পদ্ধতিঃ-
সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। তাহলে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করুন। এরপর ভালোভাবে আবেদন পত্রটি ফিলাপ করবেন। এরপর দরকারি ডকুমেন্টস এর জেরক্স গুলো এবং ফিলাপ করা আবেদন পত্রটি একটি খামের ভেতর ভরে স্পীড পোস্টের মাধ্যমে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ-
এখানে কিছু কিছু পদে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং বাকি অন্যান্য পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে।