চুক্তিভিত্তিক কাজে নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানি, রইল আবেদন পদ্ধতি

Job

কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি দিচ্ছে চাকরির বিশেষ সুযোগ। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই কোম্পানির ক্যান্টিনে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন করার শেষ তারিখ ২২ মে, ২০২৪।

Advertisements

পদের নামঃ-
General Duties
শূন্যপদঃ-
১৫ টি।
যোগ্যতাঃ-
যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম সপ্তম শ্রেণী পাশ সহ ফুড প্রোডাকশন অথবা ফুড সার্ভিসেস কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সহ ক্যাটারিং সার্ভিস বিষয়ে ন্যূনতম ২ বছরের ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে।
বেতনঃ-
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শুরুতেই বেতন দেওয়া হবে ২০,২০০টাকা।
বয়সসীমাঃ-
২২ মে ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর অথবা তার নিম্নে হতে হবে।
আবেদন পদ্ধতিঃ-
অনলাইনের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।

Advertisements

আবেদন ফিঃ-
প্রত্যেক আবেদনকারীকে এককালীন ২০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। এই আবেদন ফি ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা করা যাবে।