চাকরির সুযোগ দিতে চলেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবিদের কাছে সুখবর। কারণ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xaviers College) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে কলেজের তরফ থেকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া…

NTPC Exam Results Imminent as RRB Prepares for Declaration

চাকরিজীবিদের কাছে সুখবর। কারণ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xaviers College) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে কলেজের তরফ থেকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীকে আবেদন পত্র আগামী ২৫ মে’র মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

Advertisements

কোন পদে নিয়োগ
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শীঘ্রই নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে কলেজে ল্যাবরেটরির Computer Lab Assistant পদের জন্য।

   

আবেদন পদ্ধতি
এই সকল পদের জন্য আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো সিভি অন্যান্য প্রয়োজনীয় নথির সঙ্গে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা
“St. Xavier’s College (Autonomous),30 Mother Teresa Sarani, Kolkata -700 016।

বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ল্যাবটারিতে ফুল টাইমের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে St. Xaviers College Recruitment 2024 ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে – https://sxccal.edu ক্লিক করেও আরও বিস্তারিত জানতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম B.Tech/Bachelor’s Degree in Computer Science / Computer Applications এ দক্ষ হতে হবে। কিংবা এই সংক্রান্ত অন্য বিষয়ে সমান পারদর্শী হতে হবে আবেদনকারীকে। এছাড়াও এই কাজে অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকারের কথা বলা হয়েছে।

জরুরি তথ্য
আবেদনকারীকে এই পদে আবেদনের ক্ষেত্রে (St. Xaviers College Recruitment 2024) আবেদন মূল্য বাবদ ১০০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।

Advertisements