নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, আবেদন করুন আজই

SSC Recruitment Notification

আবারও নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এল কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (SSC)। সম্প্রতি এসএসসির পক্ষ থেকে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী একুশে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। পাশাপাশি আবেদন করা যাবে অনলাইনে ভিত্তিতে। এমটিএস এবং হাবিলদার পথে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক।

একই সাথে আরো বলা হয়েছে আবেদন করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা করে আবেদন ফি হিসেবে। তবে মহিলা প্রার্থী আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থায় নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে প্রায় কয়েক হাজার।

   

সাধারণত প্রত্যেক বছর দুবার করে এমটিএস পরীক্ষা নেয় স্টাফ সিলেকশন কমিশন। বিজ্ঞপ্তি তো বলা হয়েছে প্রাথমিকভাবে রিজিনিং ম্যাথ জেনারেল নলেজ এবং জেনারেল ইংলিশের উপর একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে ডেস্ক্রিপটিভ পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে অনলাইন এক্সাম নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তারপরে পরীক্ষার ফল ঘোষণা করা হলে যে সমস্ত প্রার্থীরা প্রথম অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের বাছাই করা হবে ডেস্ক্রিপটিভ পরীক্ষার জন্য। সবশেষে নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউ পাশ করার পরে প্রার্থীদের আগামী বছর নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন