১৭ হাজার নিয়োগের বড় বিজ্ঞপ্তি কেন্দ্র সরকারের! জেনে নিন বিস্তারিত

সদ্য নির্বাচিত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার নিয়োগ নিয়ে এল (SSC CGL 2024) একটা বড় সুখবর। ১৭ হাজারেরও বেশি শূন্য পদে এবার নিয়োগ হতে চলেছে।…

Calcutta University is going to hire staff with higher salary

সদ্য নির্বাচিত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার নিয়োগ নিয়ে এল (SSC CGL 2024) একটা বড় সুখবর। ১৭ হাজারেরও বেশি শূন্য পদে এবার নিয়োগ হতে চলেছে। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (SSC CGL 2024) অর্থাৎ CGL-এর ২০২৪ সালের পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার সুত্রে খবর, এবছর প্রায় ১৭ হাজার শূন্য পদের জন্য এই পরীক্ষা হবে। নতুন নিয়োগের খবরে শোরগোল পড়ে গিয়েছে দেশের চাকরিপ্রার্থী মহলে।

২৪ শে জুন থেকে SSC CGL 2024 এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫শে জুলাই পর্যন্ত। তবে অনলাইনে যদি আপনি ফি জমা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন জমা করতে পারবেন ২৪ শে জুলাই পর্যন্ত। অনলাইনে ফি জমা দিতে পারবেন জুলাইয়ের ২৫ তারিখ অব্দি। তারপর যদি ফি জমা দিতে চান তাহলে সেটা আপনাকে অফলাইনে জমা দিতে হবে। যারা অফলাইনে ফি জমা করবেন, তাদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৬ শে জুলাই।

   

এবারে আসা যাক পরীক্ষার্থীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়ে।

১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হলে তবেই আপনি এই পরীক্ষায় বসার উপযুক্ত। সে ক্ষেত্রে বয়সের হিসেব করা হবে, ১লা আগস্ট ২০২৪ থেকে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হল, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরাই এই পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন।

ঘুম উড়লো চাকরিপ্রার্থীদের, দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া

এই পরীক্ষা হবে দুটি ধাপে। টায়ার ১ এবং টায়ার ২। অনলাইনে ১ ঘণ্টার পরীক্ষা হয় এসএসসি সিজিএলের টায়ার ১ পরীক্ষা। টায়ার ২ পরীক্ষায় থাকে তিনটি পেপার। পেপার ১-এর জন্য ১৫০ মিনিট, পেপার ২-এর জন্য ১২০ মিনিট এবং পেপার ৩-এর জন্য ১২০ মিনিট সময় বরাদ্দ। ইংরেজি এবং হিন্দি ভাষায় হবে প্রশ্ন।

যদিও এখন অব্দি টায়ার ১ পরীক্ষা কবে হবে সেই নিয়ে সরকারি কোনও ঘোষণা হয়নি । তবে পরীক্ষার্থী এবং বিশেষজ্ঞ মহলের ধারণা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি গেজেটেড, নন-গেজেটেড এবং গ্রুপ সি পদে মোট ১৭,৭২৭ টি শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্র সরকার।

অনলাইনে আবেদন করবার জন্য এবং SSC CGL 2024 নিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা সরকারি ওয়েবসাইট ssc.gov.in – এ যেতে পারেন।

প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই এবার স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা