কর্মী নিয়োগ করতে চলেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। তবে ভারতের যে কোন প্রান্তের নাগরিক এই পদে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ…

Indian Railway

short-samachar

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। তবে ভারতের যে কোন প্রান্তের নাগরিক এই পদে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ ১২.০৬.২০২৪। এই তারিখের পর আর আবেদন গ্রাহ্য হবে না বলে জানিয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ।
পদ:-
সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্মী নিয়োগ করবে সহকারী লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার পদে।

   

শূন্য পদের সংখ্যা:-
লোকো পাইলট, ট্রেন ম্যানেজার পদের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়োগ করবে ১২০২টি শূন্য পদে।

শিক্ষাগত যোগ্যতা:-
নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদগুলিতে আবেদন করার জন্য। তার সাথে থাকতে হবে ITI ও ডিপ্লোমা করা সার্টিফিকেট।

বয়সসীমা:-
০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪২ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা 3 বছরের ও SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।

বেতন:-
৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য ভিজিট করতে হবে- https://appr-recruit.co.in/- এই ওয়েবসাইটে।

নিয়োগ পদ্ধতি:-
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, বুদ্ধিমত্তার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন মূল্য:-
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

তাই আর দেরি না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করার অনুরোধ করা হচ্ছে।