
চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর। কারণ হাইড্রোগ্রাফার পদে কর্মী নিয়োগ করতে চলছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। তবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডক সিস্টেমের জন্য এবার কর্মী নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফলাইনে আবেদন করার শেষ তারিখ ২০/০৬/২০২৪।
মোট শূন্যপদ:-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডক ২টি শূন্যপদে নিয়োগ করবে প্রার্থী।
বেতন কাঠামো:-
চাকরিপ্রাপ্ত কর্মীকে প্রতি মাসে ৫৭,৫০০টাকা বেতন প্রদান করা হবে।
চাকুরি স্থান:-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডকে নিয়োগ করা হবে।
আবেদনের মাধ্যম:-
প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিসিয়াল ওয়েবসাইট:-
smportkolkata.shipping.gov.in গিয়ে প্রার্থীরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে।
যোগ্যতাঃ-
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc উত্তীর্ণ হতে হবে ।
বয়স সীমা:
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ২২/০৫/২০২৪ তারিখ অনুযায়ী ৩০ বছর হতে হবে।
আবেদন ফী:
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে সিনিয়র হাইড্রোগ্রাফার পদে আবেদন করতে গেলে কোনো আবেদন মূল্য লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া:
সমস্ত তথ্য জমা করার পর সেই তথ্যের ভিত্তিতে শুধুমাত্র প্রার্থীকে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতইঃ-
আবেদন করার আগে অবশ্যই শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন। যোগ্যতার মানদন্ডের ভিত্তিতে যদি আপনি যোগ্য হন তবেই আবেদন করুন। আবেদনের জন্য সঠিক ইমেল আইডি এবং মোবাইল নম্বর, আইডি প্রুফ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সাম্প্রতিক ফটোগ্রাফ, বায়োডাটা, অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র সহ সমস্ত নথিগুলি প্রস্তুত রাখুন।অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনটি ডাউনলোড করুন এবং নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করুন। সমস্ত তথ্য পূরণ করার পরে,সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিন। সবশেষে আবেদনপত্রটি নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ-
আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা অন্য কোনো পরিষেবার মাধ্যমে Director, Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata, 15 Strand Road, Kolkata-700001 ঠিকানায় ২০ জুন ২০২৪ এর মধ্যে পাঠিয়ে দিতে হবে।
তাই আর দেরি না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করার অনুরোধ করা হচ্ছে।










