কেন্দ্রীয় পোর্টালকে বাদ দিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করেদিল বেশকিছু মহা বিদ্যালয়

উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিছু কলেজে। উচ্চ শিক্ষা দফতরের তরফে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে অভিন্ন কেন্দ্রীয়…

Sealdah Businessman Accused of Assaulting Calcutta University Students, Allegedly Calling Them ‘Bangladeshi’

উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কিছু কলেজে। উচ্চ শিক্ষা দফতরের তরফে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি নেবে। এই পদ্ধতি জানানোর জন্য একটি ভিডিয়ো প্রকাশ করা হবে বলেও জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। গত বছর অবশ্য শেষ মুহূর্তে গিয়ে কেন্দ্রীয়ভাবে ভরতির পোর্টাল চালু করা যায়নি। কিন্তু, এ বছর কেন্দ্রীয়ভাবে ভরতির পোর্টাল চালুর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে সরকার। তবে কিছু স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলিকে এই পোর্টালের বাইরে রাখা হয়েছে। ফলে এই সমস্ত কলেজগুলি নিজেদের মতোই ভরতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

এই কলেজগুলির মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুড় বিদ্যামন্দির, স্কটিশ চার্চ কলেজ, সেন্ট পলস কলেজ, শ্রীরামপুর কলেজ প্রভৃতি। এছাড়াও রয়েছে শ্রী শিক্ষায়তন, ভবানীপুর এডুকেশন সোসাইটি এই সমস্ত কলেজ। তবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নয়, কলেজের নিজস্ব পোর্টালের মাধ্যমে তারা ভরতি প্রক্রিয়া শুরু করেছে। কলেজগুলি জানায়, তাদের প্রথম থেকেই আলাদা রাখা হয়েছিল। কেন্দ্রীয়ভাবে পোর্টাল চালু নিয়ে কোনও বৈঠকে তাদের ডাকা হয়নি। ফলে তারা এই প্রক্রিয়া থেকে বাদ ধরে নিয়েই নিজেদের মতো করে ভরতি প্রক্রিয়া শুরু করেছে।

   
Advertisements

কারন প্রতিবছর দেখা যায় কলেজগুলিতে প্রচুর সংখ্যক আসন ফাঁকা থেকে যাচ্ছে। তাছাড়া ভরতির ক্ষেত্রে বার বার উঠে আসছে অনিয়মের অভিযোগ । এভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভরতি হলে সেক্ষেত্রে এই ঘটনা আর দেখা যাবে না সাথে ভর্তির নিয়মে থাকবে স্বচ্ছতা। তাই এ বছর পুরোপুরি প্রস্তুত উচ্চশিক্ষা দফতর এই নিয়মকে কাজে লাগাতে।