রাজ্যের শিক্ষকদের আরামের দিন শেষ, নয়া নোটিশ জারি নবান্নের

school

সদ্য় সমাপ্ত লোকসভা ভোট ও গরমের ছুটি মিলিয়ে বহুদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত বিদ্যালয় (School Department)। যার কারণে পড়াশোনায় ঘাটতি দেখা গিয়েছে। সিলেবাস বাকি রয়ে গিয়েছে বেশ অনেকটাই। যার কারণে সমস্যায় পড়তে হয় স্কুলের (School Department)  ছাত্র ছাত্রীদের। এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর (School Department)। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে(School Department) শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন, সেদিকে নজর রাখা হবে এবার থেকে। সেই কারণেই কড়া পদক্ষেপ নেবে বলে ঠিক করেছে স্কুল শিক্ষা দপ্তর (School Department) ।

Advertisements

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কোনও নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনও কাজ ছাড়া অন্য কোনও কারণে যদি কোনো শিক্ষক স্কুল (School Department)  সময়ে ছুটি নেন, তাহলে অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির থেকে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। কোন শিক্ষক যদি এই নিয়ম ভেঙে থাকে তাহলে তাকে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ করা হবে।

   

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি এই প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীরা স্কুলের সময় কাজ ফাঁকি দিয়ে কে কোন কাজের সঙ্গে যুক্ত আছে, এই সম্পূর্ণ বিষয়টি প্রধান শিক্ষকের দেখা সম্ভব নয়। তাই স্কুল (School Department) জেলা পরিদর্শকদেরই এই কাজ করতে হবে।

তবে স্কুল শিক্ষা দফতর জানাচ্ছে স্কুল (School Department)  টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রত্যেক মাসে সেই শিক্ষক বা শিক্ষককর্মীকে স্যালারি রিকুইজেশন স্লিপের সঙ্গে প্রতিটি স্কুলের (School Department) প্রধান শিক্ষকদের কাছে জমা দিতে হবে। এছাড়াও স্কুল (School Department)  চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সেটাও জানানো হয়েছে এই নোটিশে। তাই এখন থেকে আর কোনো ভাবেই বিদ্যালয়ে ফাঁকি মারতে পারবে না শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements