প্রকাশিত NEET-UG 2024- এর সংশোধিত ফলাফল, মেধা তালিকায় বাংলার এক পড়ুয়াও

সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার NEET-UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in-এ তাদের NEET-UG 2024 ফলাফল দেখতে পাবেন। পরীক্ষা…

Revised results of NEET-UG 2024 released, প্রকাশিত নিট-ইউজি -র সংশোধিত ফলাফল

সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার NEET-UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in-এ তাদের NEET-UG 2024 ফলাফল দেখতে পাবেন। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে যে, দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনেই সংশোধিত ফলাফল প্রকাশ করা হল।

 যে মেধা তালিকা প্রকাশ করে হয়েছে সেখানে দেখা যাচ্ছে, প্রথম স্থানে রয়েছেন ১৭ জন। প্রত্যেকেই পেয়েছেন ৭২০ নম্বর। কৃতীদের মধ্যে রয়েছে বাংলার এক পড়ুয়া অর্ঘ্যদীপ দত্ত।

   

NEET-UG 2024 -এ পদার্থবিদ্যার প্রশ্নপত্রে একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। প্রশ্নের উত্তরের চারটি অপশনর মধ্যে কোনটি সঠিক হতে পারে, তাই নিয়ে বিতর্ক দানা বাধে। প্রশ্নের দু’টি উত্তরকেই ‘সঠিক’ বলে জানানো হয়। এই পরিস্থিতিতে যে কোনও একটি বিকল্পে টিক দিলেই গ্রেস নম্বর দেওয়া হচ্ছিল। যা নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে।

Mamata Banerjee: ‘আমাকে শেখাবেন না’, বলে উঠলেন ক্ষুব্ধ মমতা! হঠাৎ হল কী?

কোন উত্তরটি সঠিক? তা নির্ধারনে গত সোমবার দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাদের থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়। মঙ্গলবার দুপুরে ওই বিষয়ে রিপোর্ট জমা দেয় ওই এক্সপার্ট প্যানেল। তাঁরা জানিয়ে দেয়, সংশ্লিষ্ট প্রশ্নের একটা মাত্র অপশনই ঠিকঠাক আছে, ফলে সেই নির্দিষ্ট অপশনে টিক দিলেই নম্বর মিলবে।

কেন মহুয়ার বিরুদ্ধে এফআইআর? দিল্লি পুলিশের জবাব চাইল আদালত

এরপরই শীর্ষ আদালত জানিয়ে দেয়, NEET-UG 2024 পুনরায় পরীক্ষা নেওয়া হবে না। পদার্থবিদ্যার সংশ্লিষ্ট প্রশ্নে সঠিক অপশনটি বাদে অন্য অপশনেও যাদের নম্বর দেওয়া হয়েছিল, সেই ৪ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর নম্বর কাটা যাবে। এওসবের পর শুক্রবার সন্ধ্যায় সংশোধিত ফলাফল প্রকাশ করল এনটিএ।

NEET-UG 2024-এর ব়্যাঙ্কিং জানবেন কীভাবে?

– exams.nta.ac.in/NEET-এ NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
– সংশোধিত স্কোরকার্ডের জন্য বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
– আপনার শংসাপত্রের নম্বর লিখুন
– আপনার সংশোধিত স্কোরকার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে
– ক্রস-চেক করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি ডাউনলোড করুন