কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে, রইল আবেদন পদ্ধতি

Central Hydropower Department

চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। কারণ ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই জলবিদ্যুৎ সংস্থায় বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ মে, ২০২৪।

পদের নাম
Apprentice

   

মোট শূন্যপদ
৬৪ টি।

শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক স্টাইপেন্ড
অ্যাপ্রেন্টসশিপ আইন ১৯৬১ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা
আবেদন জানানোর জন্য প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি
আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টসশিপ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালের নাম নথিভুক্ত চাকরিপ্রার্থী এই প্রতিবেদনের নিচে থাকা অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা আবেদন পত্রে উল্লেখ্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় সম্পূর্ণ আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা
Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin- 262310

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন