ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলেছে ফোর্স লাইনে কর্মী, রইল বিজ্ঞপ্তি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ, ও আইটিবিপি পদে প্রার্থী নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবেদনের শেষ তারিখ ১৪ মে…

UPSC: Thousands of vacant positions in IAS and IPS, detailed information provided by the Center in Rajya Sabha

short-samachar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ, ও আইটিবিপি পদে প্রার্থী নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবেদনের শেষ তারিখ ১৪ মে ২০২৪।

   

শূন্যপদের সংখ্যা
বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ, ও আইটিবিপি পদে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫০৬ টি।

যোগ্যতা
এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক ডিগ্রি।

বয়সসীমা
এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছে তাদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।তাহলে সবার প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফর্মটি ওপেন হবে, সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন। এরপর প্রয়োজনীয় নথি পত্র গুলো স্ক্যান করে আপলোড করে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে হবে। সাবমিট হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া
এখানে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা / পরিমাপ পরীক্ষা ও মেডিকেল টেস্ট হওয়ার পর মেরিট লিস্ট বেরোবে, সেখানে যে সকল প্রার্থীর নাম থাকবে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফী
এখানে আবেদন করার জন্য এসটি, এসসি ও PWBD প্রার্থীদের কে কোনো প্রকার আবেদন মুল্য প্রদান করতে হবে না। অপরদিকে জেনারেল, ওবিসি, EWS প্রার্থীদের কে আবেদন মুল্য হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে। আবেদন মুল্য প্রদান করতে হবে যেকোনো UPI, নেট ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছে আবেদন করার অনুরোধ রইল।