Librarian Job: জেলায় জেলায় গ্রন্থাগারিক পদে প্রচুর নিয়োগ! হাতছাড়া করবেন না একদম!

বঙ্গের বিভিন্ন জেলায় গ্রন্থাগারিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। জানা যাচ্ছে, জেলার গ্রামীণ গ্রন্থালয়ে মোট ৭৩৪ জন প্রার্থীকে গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে জেলার লাইব্রেরি অথারিটির তরফে।

বেতন দেওয়া হবে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। আবেদনেকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কিছু ছাড় থাকছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য।

   

আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা অন্য কোনও বিভাগে স্নাতক হওয়া আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে এবং বাংলা ভাষায় দক্ষতা থাকা জরুরি।

আবেদন শুরু হয়েছিল ৩১ মে এবং শেষ হবে ২৬ জুন। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। নিজের স্বাক্ষর করা সমস্ত গুরত্বপূর্ন নথি দিতে হবে আবেদনের সময়। লিখিত ও কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন