Indian Army Recruitment: সেনাবাহিনীতে প্রচুর নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

দেশের যুবকরা সুবর্ণ সুযোগ পাচ্ছেন দেশকে সেবা করার! এবার নিয়োগ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। সশস্ত্র সীমা বলে (SSB) একাধিক পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে…

indian army buggies pipe band

দেশের যুবকরা সুবর্ণ সুযোগ পাচ্ছেন দেশকে সেবা করার! এবার নিয়োগ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। সশস্ত্র সীমা বলে (SSB) একাধিক পদে নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

মোট ১৬৩৮ প্রার্থী নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে? জেনে নিন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যান, এসএসবি হেড কনস্টেবল, এসএসবি সহকারী সাব ইন্সপেক্টর এএসআই প্যারামেডিক্যাল পোস্ট, সহকারী সাব ইন্সপেক্টর এএসআই স্টেনো, এসএসবি সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ করা হবে৷

বয়স সীমা:

আবেনকারী যুবকদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩-৩০। আবেদন করা যাবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ – ১৮ জুন ২০২৩

Advertisements

অফিসিয়াল ওয়েবসাইট: ssbrectt.gov.in

যোগ্যতা

যোগ্যতার জন্য এসএসবি দশম শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। এছাড়া থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। ফার্মেসিতে ডিগ্রি-ডিপ্লোমে, মোটর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।