Recruitment 2023: বর্তমানে সরকারি চাকরি পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। রাজ্য তথা দেশজুড়ে ক্রমশ বাড়ছে বেকারত্বে। এরই মধ্যে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে এলো একটি কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (National Mission for Clean Ganga)-য় শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি, সংস্থার ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনি কি আবেদন করতে ইচ্ছুক? তাহলে বিস্তারিত তথ্য পড়ুন।
• কোন পদগুলিতে নিয়োগ করা হবে: তথ্য মারফত যা জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ স্টেট প্রোজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ (SPMG)-এর তরফে পেশাদার নিয়োগ করা হবে। যাদের মধ্যে থাকছে চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার, প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারের (সিভিল) মতো পদগুলি।
• বয়স: আবেদনের ক্ষেত্রে চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার পদের ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। পাশাপাশি, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। আবার প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট পদে আবেদনের জন্য বয়স ৫৫ বছরের মধ্যে হতেই হবে।
• কাজের মেয়াদ: মূলত চুক্তিভিত্তিকভাবেই স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাই প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হতে পারে।
•বেতন: এই সমস্ত পদে বেতনের পরিমাণ বেশি। চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার পদে বেতনের পরিমাণ হল প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা। অন্যদিকে, প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন ৭০ হাজার টাকা। এছাড়াও, জুনিয়র ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন পাবেন।
•কিভাবে আবেদন করবেন: এই ধরনের পদে চাকরির জন্য আবেদন করতে চাইলে, আপনাকে প্রথমে মিশন ফর ক্লিন গঙ্গা-র ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে “হোমপেজ”-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এরপর সেখান থেকেই অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী আরো বিস্তারিতভাবে জানতে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা—র ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৪ জুন।