আজ থেকে খুলল স্নাতকে ভর্তির পোর্টাল, কবে বেরোবে মেধাতালিকা, জানুন বিস্তারিত

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণের পোর্টাল খুলল আজ থেকে। চার বছরের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল (ইউ-জি) ফর…

AILET 2025, NLU announces counseling schedule for BA LLB and LLM courses

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণের পোর্টাল খুলল আজ থেকে। চার বছরের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল (ইউ-জি) ফর আন্ডারগ্র্যাজুয়েট লেভেল কোর্সেস/প্রোগ্রামস (Centralised Admission Portal(UG) for Undergraduate Level Courses/Programmes) পোর্টাল চালু হল আজ ১লা জুলাই থেকে। 

কলেজের আশঙ্কা, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের এক মাস দেরিতে ভর্তির পোর্টাল খোলায় আবেদনপত্র কম জমা পড়বে।

   

স্নাতকের পাঠ‌্যক্রমের নতুন কাঠামোয় মাল্টিপল এক্সিট তথা কোর্স সম্পূর্ণ হওয়ার আগে মাঝপথে পড়ুয়াদের কলেজ ছেড়ে চলে যাওয়ার শর্তে আসন ফাঁকা পড়ে থাকার আশঙ্কাও রয়েছে।‌

১ জুলাই থেকে ভর্তির পোর্টাল খুলবে। আবেদন জমা নেওয়া চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে কলেজগুলিকে। পড়ুয়া ভর্তি নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

১ আগস্ট থেকে শুরু হবে প্রথম সেমেস্টারের ক্লাস। এই সময়সূচির পরে আসন ফাঁকা থাকলে কলেজ আরও দফায় ভরতির পোর্টাল খুলতে পারবে। সব মিলিয়ে ৩১ আগস্টের মধ্যে স্নাতক স্তরের কোর্সগুলিতে পড়ুয়া ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কলেজগুলিকে। 

উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির অনুসারী স্নাতক পাঠ্যক্রমের নয়া কাঠামোর ভিত্তিতে রাজ্যে এবছর থেকেই চালু হচ্ছে চার বছরের স্নাতক অনার্স ডিগ্রি কোর্স। যাতে মাল্টিপল এক্সিট-এর সুবিধা রাখা হয়েছে।

তবে অনেকেরই মত ডিগ্রি বা অনার্স সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গেলে আসন ফাঁকা থাকবে, আর তার প্রভাব পড়বে NAAC-এর ওপর।