কয়েক হাজার শিক্ষিক নিয়োগ করতে চলেছে বাংলার প্রতিবেশী রাজ্য

বাংলার প্রতিবেশি রাজ্য নিয়োগ হবে সরকারি স্কুলে শিক্ষক । ইতিমধ্যে ওড়িশা অধস্তন স্টাফ সিলেকশন কমিশন (OSSSC) আবেদনের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে। প্রতিবেশী রাজ্যে একাধিক…

teacher 1 কয়েক হাজার শিক্ষিক নিয়োগ করতে চলেছে বাংলার প্রতিবেশী রাজ্য

বাংলার প্রতিবেশি রাজ্য নিয়োগ হবে সরকারি স্কুলে শিক্ষক । ইতিমধ্যে ওড়িশা অধস্তন স্টাফ সিলেকশন কমিশন (OSSSC) আবেদনের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে। প্রতিবেশী রাজ্যে একাধিক সরকারি স্কুলে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করবে। আগে রেজিস্ট্রেশন উইন্ডো গত ১লা এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছিল। কিন্তু নতুন করে তারিখ বাড়ানো হয়েছে। এই পদে আবেদন আগামী ১২ জুন থেকে শুরু হবে। যা চলবে ৭ জুলাই পর্যন্ত।

আবেদন পদ্ধতি
আবেদনের জন্য Odisha Sub- Ordinate Staff Selection Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে- osssc.gov.in — আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমেই তা করা যাবে। OSSSC TGT নিয়োগ 2024- অপশনে ক্লিক করতে হবে। আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং সাবমিট করতে হবে।

   

শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট ২৬২৯ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। একাধিক বিষয়ে এই নিয়োগ করা হবে। যেমন সরকারি স্কুলে TGT (কলা), TGT (বিজ্ঞান-পিজিএম), TGT (বিজ্ঞান-সিবিজেড), সংস্কৃত, হিন্দি, শারীরিক শিক্ষা, আদিবাদী ভাষা সহ একাধিক বিষয়ের উপর নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংকান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- OSSSC Jobs 2024 — ক্লিক করতে হবে।

বয়স সংক্রান্ত তথ্য
আবেদনকারী প্রার্থীদের বয়স নুন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তা জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।