নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে উত্তরবঙ্গ কৃষি বিভাগ ! রইল আবেদন পদ্ধতি

KRISHI

উত্তরবঙ্গ কৃষি বিভাগের পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করআ হয়েছে। যোগ্য প্রার্থীরা শীঘ্রই এখানে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ২৬/০৬/২০২৪ তারিখে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।

Advertisements

পদের নামঃ-
এখানে মোট তিনটি পদে নিয়োগ করা হবে যথা – জুনিয়ার ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, ফিল্ড অ্যাসিসট্যান্ট

শূন্যপদঃ- 

৫ 

যোগ্যতাঃ-
১) জুনিয়ার ক্লার্ক – এই পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যে কোনও একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। তাহলেই আবেদন সম্ভব।
২) টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও একটি স্বীকৃত  ইউনিভারসিটি থেকে কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে গ্রাজুয়েট হতে হবে।
৩)ফিল্ড অ্যাসিসট্যান্ট – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে B.Sc অনার্স এর সার্টিফিকেট। এবং সঙ্গে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তে B.Tech  উত্তীর্ণ হলেই প্রার্থীরা আবেদন করতে পাড়বেন। 

Advertisements

বয়সঃ-
আবেদনকারীকে ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর  পর্যন্ত বয়স হতে  হবে।

আবেদন পদ্ধতিঃ-
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করার কথা ভাবছেন তাদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য প্রার্থীদের সরাসরি কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজ এর প্রিন্ট আউট বের করতে হবে এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। অবশেষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহারে জমা দিতে হবে।

আবেদন ফিঃ-
আবেদন করতে গেলে এখানে সাধারন প্রার্থীদের ৫০০ টাকা SC/ ST প্রার্থীদের ২৫০টাকা করে আবেদন ফি লাগবে।

নির্বাচন প্রক্রিয়াঃ-
প্রার্থীদের ইন্টারভিউ এবং এপটিটিউড টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে।