প্রকাশিত হল অষ্টম শ্রেণীর NMMS-র ফলাফল, রইল বিস্তারিত তথ্য

NMMS Result west bengal

প্রতিক্ষার হল সমাপ্তি। কারণ প্রকাশিত হল‘ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন’ এর (NMMS) অষ্টম শ্রেণির পড়ুয়াদের ফলাফল । ২০২৩-২৪ সালে অষ্টম শ্রেণির পড়ুয়াদের এই বৃত্তি মূলক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশন। পশ্চিমবঙ্গের যে সমস্ত অষ্টম শ্রেণির পড়ুয়ারা এনএমএমএস পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁরা সকলেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল দেখতে পাবে।

Advertisements

পশ্চিমবঙ্গের ‘ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশন’ তার ওয়েবসাইটে জেলাভিত্তিক ফলাফল জানিয়েছে কোন লিঙ্কে গিয়ে এই ফলাফল জানা যাবে তা জানা বিশেষ জরুরী। তাই https://scholarships.wbsed.gov.in/ এই লিঙ্কে গেলে অষ্টম শ্রেণির বৃত্তিপরীক্ষার ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। তবে এই স্কলারশিপ পোর্টালে এনএমএমএসসির জেলা ভিত্তিক ফলাফল আলাদা করে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই বাংলার সমস্ত জেলার ভিত্তিতে চলে আসবে ফলাফলের তালিকা। এরপর প্রতিটি জেলার নাম ধরে দেখে নিতে হবে সেখানের মেধা তালিকা। এইভাবে তালিকা দেখে নিয়ে জেলার নাম অনুযায়ী ফলাফল জানা যাবে।

অনেকের ই আগ্রহ রয়েছে এই বৃত্তিমূলক পরীক্ষা অর্থাৎ ‘ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন’ উত্তীর্ণ হয়ে কী কী সুবিধা পাবে মেধারা?

Advertisements

এনএমএমএস স্কলারশিপ প্রাপ্তি
এখানে প্রত্যেক মেধাই এনএমএমএস স্কলারশিপে বার্ষিক ১২ হাজার টাকা করে পাবে। এছাড়া প্রতি মাসে ১ হাজার টাকা করে প্রাপকরা পাবে। যাঁরা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের পড়াশোনায় সমর্থন যোগাতে সরকারি উদ্যোগটি। এছাড়া নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তও মিলবে এই টাকা। অনেক সময়ই আর্থিক কষ্টের কারণে স্কুল থেকে পড়াশোনা মাঝরাস্তায় ছেড়ে দেয়। এমন মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে স্কুলের পড়াশোনা মাঝ রাস্তাতেই ছেড়ে না চলে যায়, তার দিকে, তাকিয়ে এই স্কলারশিপ দেওয়া হয়।

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের আওতায় রয়েছে এই পরীক্ষার পরিচালনার দায়িত্ব। ‘এনএমএমএস’ বৃত্তিপরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র ও ছাত্রীরাই দেরি না করে পশ্চিমবঙ্গের ‘ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশন’ এর ওয়েবসাইটে আজই দেখে নাও মেধা তালিকায় হয়ত তোমার নামও থাকতে পারে।