NEET-NET বিতর্কের মাঝেই প্রশ্ন ফাঁস রোধে আইন আনল কেন্দ্র, কী রয়েছে সেখানে?

নেট বা নিট, সর্বভারতীয় এই পরীক্ষাগুলো নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিস্তর অভিযোগ পরীক্ষা নিয়ামক সংস্থার ভূমিকায়। অস্বস্তিতে কেন্দ্র। ভবিষ্যতে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে জালিয়াতি রুখতে তাই…

New Law Against Exam Leak Amid NEET NET Mess

নেট বা নিট, সর্বভারতীয় এই পরীক্ষাগুলো নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিস্তর অভিযোগ পরীক্ষা নিয়ামক সংস্থার ভূমিকায়। অস্বস্তিতে কেন্দ্র। ভবিষ্যতে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে জালিয়াতি রুখতে তাই বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করল কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল রুখতে আনা লাগু হল কঠোর আইন। কার্যকর করা হল, পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ কার্যকর করা হয়েছে। আগামী ১ জুলাই থেকেই এই আইন কার্যকর হবে।

গত ফেব্রুয়ারি মাসেই এই আইন পাস হয়েছিল, যদিও শুক্রবার নিট-নেট বিতর্কের মাঝে কেন্দ্রের তরফে এই আইনের নির্দেশিকা জারি করা হয়েছে।

   

এই আইনে কী বলা হয়েছে?

– যদি কোনও এক বা একাধিক ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়েন, তবে তার ন্যূনতম ৩ বছরের জেলের সাজা হবে। সর্বাধিক ৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানাও হতে পারে।
-যদি কেউ উত্তরপত্রেও কোনওরকম পরিবর্তন করে, সেক্ষেত্রেও একই সাজা দেওয়া হবে। জামিন অযোগ্য ধারায় এই মামলা দায়ের করা হবে।

– যদি কোনও নিয়ামক সংস্থা বা পরীক্ষা আয়োজক সংস্থা পরীক্ষায় নকল বা কোনও রকম জালিয়াতি সম্পর্কে জানে, কিন্তু রিপোর্ট না করেন, তবে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

– তদন্তের সময় যদি জানা যায় যে, কোনও আধিকারিককে অপরাধে যুক্ত, তবে তাঁর বা তাদের ন্যূনতম ৩ বছরের জেল হতে পারে। সর্বাধিক ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

– যদি পরীক্ষা আয়োজক সংস্থাই অপরাধে যুক্ত থাকে, তবে কর্তৃপক্ষের ন্যূনতম ৫ বছর ও সর্বাধিক ১০ বছর জেল হতে পারে। ১ কোটি টাকা জরিমানাও করা হতে পারে।

– ভারতীয় ন্যয় সংহিতার উল্লেখ থাকলেও, ভারতীয় দণ্ডবিধির ধারাগুলি কার্যকর থাকবে বলেই উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই এবার স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা