মাসিক বেতন ২৮ হাজার,ফের আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ

বর্তমান পরিস্থিতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না প্রায় বহু চাকরীপ্রার্থীরাই৷ কারণ বর্তমানে যে কোনও পেশায় নতুন করে নিয়োগ হচ্ছে নাই বলাই চলে৷ প্রতিদিনই বহু…

বর্তমান পরিস্থিতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না প্রায় বহু চাকরীপ্রার্থীরাই৷ কারণ বর্তমানে যে কোনও পেশায় নতুন করে নিয়োগ হচ্ছে নাই বলাই চলে৷ প্রতিদিনই বহু নামীদামি সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে৷ তবে এবার সকলের জন্য রয়েছ দারুণ এক সুখবর৷

এবার মাধ্যমিক পাশ করলেই আপনিও আবদেন করতে পারেন আয়ুষ প্রকল্পে(National Ayush Mission) ৷ কেন্দ্রীয় সরকারের জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

   

পদের নাম—
যোগা প্রফেসনাল

শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট এই শূন্যপদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে৷

বেতন
প্রতি মাসে ২৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা—
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি—
এই পদে আবেদন করতে পারবেন অনলাইন পদ্ধতিতে৷ অনলাইনে আবেদন নথিভুক্ত করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbhealth.gov.in) ভিজিট করতে হবে প্রত্যেক আবেদনকারীকে।

আবেদনের শেষ তারিখ—
আবেদন করার শেষ তারিখ হল ১ অক্টোবর, ২০২৪।