HomeEducation-Careerস্কুলে বাংলাভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি বাংলা পক্ষর

স্কুলে বাংলাভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি বাংলা পক্ষর

- Advertisement -

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলার সমস্ত স্কুলে দশম শ্রেণী পর্যন্ত একটি বিষয় হিসাবে বাংলা বাধ্যতামূলক করতে হবে৷ এই দাবি জানিয়ে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন বাংলা পক্ষর (Bangla Pokkho) সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

তাঁদের বক্তব্য, বাংলা পক্ষ দীর্ঘদিন এই দাবি নিয়ে আন্দোলন করছে। মাননীয় ব্রাত্য বসু একটি অনুষ্ঠানে বলেছেন, তিনি বেসরকারি স্কুল গুলোকে অনুরোধ করবেন যাতে তৃতীয় ভাষা হিসাবে বাংলা পড়ানো হয়৷ কিন্তু অনুরোধ কেন? বাংলা পক্ষর প্রশ্ন এখানেই।

   

বাংলা পক্ষর দাবি, অন্যান্য রাজ্যগুলি বিধানসভায় বিল পাশ করে আইন করে স্কুলে নিজেদের ভাষা বাধ্যতামূলক করেছে। একই রকম ভাবে এই রাজ্যের বিধানসভাতেও স্কুলে বাংলা বাধ্যতামূলকের বিল পাশ হোক। মাননীয় শিক্ষামন্ত্রীকে এই আবেদনই জানান বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়৷

তাঁদের স্পষ্ট বক্তব্য, ভারতের অন্যান্য সব রাজ্যের সব স্কুলে সেই রাজ্যের মূল ভাষা বাধ্যতামূলক। সেটা ওড়িষ্যা হতে পারে, সেটা কর্ণাটক হতে পারে, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র হতে পারে- সবত্রই এক নিয়ম। এমনকি গুজরাটেও বিধানসভায় আইন করে গুজরাটি বাধ্যতামূলক করা হয়েছে। কেরালায় সব স্কুলে মালায়লম বাধ্যতামূলক।

২০১৭ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সব স্কুলে (যেকোনো বোর্ড, যেকোনো মাধ্যম) একটা বিষয় হিসাবে দশম শ্রেণী পর্যন্ত বাংলা বাধ্যতামূলকের ঘোষণা করেছিলেন। সকলেই সাধুবাদ জানিয়েছিল। কিন্তু দুঃখের কথা, ৬ বছর অতিক্রান্ত হলেও তা আজও কার্যকর হয়নি। তাই এখন বাংলা ভাষাকে বিশেষ অধিকার দেওয়ার জন্য সরব হয়েছে বাংলা পক্ষ৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular