কলকাতা: নিট উত্তীর্ণ হাজারো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে। এমডিএস (মাস্টার অব ডেন্টাল সার্জারি) এবং বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি)-এ ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এই মর্মে জারি হয়েছে আনুষ্ঠানিক নোটিশ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আইনি জটিলতার কারণে আপাতত ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
ছাত্র সংগঠনের প্রতিবাদ
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিট। সংগঠনের আহ্বায়ক সামস মুসাফির এক বিবৃতিতে জানিয়েছেন, “আইনি জটিলতার অজুহাত দেখিয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা একেবারেই কাম্য নয়। ডাক্তারি শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে এমন সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেবে।”
তাঁর বক্তব্য, ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার অর্থ ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় কমে যাওয়া। এর প্রভাব সরাসরি পড়বে শুধু ডাক্তারি শিক্ষার্থীদের শিক্ষার উপর নয়, ভবিষ্যতে রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানের উপরও। চিকিৎসা পরিষেবার ধারাবাহিকতায়ও বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা সংগঠনের।
অবিলম্বে ভর্তি শুরুর দাবি medical admission suspended
সামস মুসাফিরের দাবি, রাজ্য সরকারকে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। একইসঙ্গে চালু করতে হবে নিয়মিত ক্লাস। এর অন্যথা হলে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বিশাল পরীক্ষার্থীর সংখ্যা
উল্লেখ্য, চলতি বছর অর্থাৎ ২০২৫-এ নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পড়ুয়া। দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা। এমনকি বিদেশের ১৩টি শহরেও ছিল পরীক্ষাকেন্দ্র। সেই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে বহুজনেরই এখন ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার দোলাচলে।
Education-Career: West Bengal’s government has indefinitely suspended MDS and BDS admissions due to legal complications, leaving thousands of NEET-qualified students facing an uncertain future. This decision has sparked strong protests from student organizations, who are concerned about its impact on medical education and future healthcare services in the state.