Madhyamik result date announced
কলকাতা: অবশেষে নির্ধারিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের তারিখ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে ফল প্রকাশ করা হবে। ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
২ মে রেজাল্ট
প্রথমে ৩০ এপ্রিল ফলপ্রকাশের সম্ভাবনার কথা শোনা গেলেও, এক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির কারণে সেই তারিখ বদলে ২ মে-তে স্থির করা হয়েছে।
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রাজ্যের ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা।
এই বছর ফলপ্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, কারণ আদালতের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এই নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সঠিক সময়েই মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
কোথায় দেখবেন ফলাফল? Madhyamik result date announced
ফলপ্রকাশের দিন, সকাল থেকেই পরীক্ষার্থীরা রাজ্য পর্ষদের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। রেজাল্ট চেক করার জন্য প্রয়োজন হবে রোল নম্বর এবং জন্মতারিখ।
Education-Career: West Bengal Madhyamik (Class 10) exam results for 2024 will be declared on May 2nd! Check your scores online on the official WBBSE website. Get your roll number ready!