কলকাতা: আর হাতে মাত্র তিন দিন৷ আগামী সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ২০২৫ সালের মাধ্যমিক৷ অ্যাডমিট নিয়ে জট কেটেছে৷ আগামী ৯ তারিখের মধ্যে ‘বঞ্চিত’ পড়ুয়াদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে রয়েছে ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা পরিচালনা বয়কটের হুঁশিয়ারি৷ তার উপর মাধ্যমিক পরীক্ষায় দেদার টোকাটুকি থেকে ‘প্রশ্নফাঁস’, এই সব সমস্যাও রয়েছে। সব সমস্যা সামলে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে চাইছে সরকার। সাংবাদিক বৈঠক ডেকে তেমনটাই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
স্মার্ট গেজেট নয়
এই বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন৷ মোট এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। ২,৬৮৩ পরীক্ষা কেন্দ্র রয়েছে৷ পর্ষদ সভাপতি জানান, এই বছর প্রশ্নফাঁস ও টোকাটুকির মতো ঘটনা রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি সাফ জানান, কোনও পরীক্ষার্থী কোনও রকম স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। টয়লেটগুলিতেও বিশেষ নজর রাখা হবে৷ কারণ, ছাত্রছাত্রীদের মধ্যে টয়লেটে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখার প্রবণতা রয়েছে৷ এছাড়াও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনও অভিভাবককে ঢুকতে দেওয়া হবে না৷ প্রতিটি স্কুলে ঘুরবে পর্ষদের টিম৷ পর্ষদ সভাপতির কথায় রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “পরীক্ষা চলার সময় কোনও পরীক্ষার্থীর কাছে কোনও গ্যাজেট পাওয়া গেলে তাঁর পরীক্ষা বাতিল হবে।”
অ্যাডমিট সমস্যা
অ্যডমিট না পাওয়া নিয়েও উষ্ণা প্রকাশ করেন তিনি৷ পর্ষদ সভাপতি বলেন, স্কুলের দোষেই পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। কিছু স্কুলের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবি, ১৩৬টা স্কুল ঠিক ভাবে কাজ করেনি বলেই এই অবস্থা। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু৷ তার আগে ১৮১ জন পড়ুয়ার এনরোলমেন্ট হচ্ছে।