মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা পেতে চলেছে স্কলারশিপ, রইল তার সম্পূর্ণ বিবরণ

madhyamik

রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর। কারণ বেশ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাজ্যের বহু ছাত্র-ছাত্রী। তাই এখন এই সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের একটা ভাবনা থেকেই যায় যে,জীবনের পরবর্তী ধাপে তারা কিভাবে এগোবে, কোন কোন বিষয় নিয়ে পড়বে কিংবা কোন কোন স্কুল কলেজে পড়বে সমস্তটাই তাদের চিন্তার বিষয়। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষারপর বেশ কিছু স্কলারশিপ পাওয়া যায়। এবার সেই সব স্কলারশিপ গুলো কখন বেরোবে সেই নিয়ে অনেকেরই ধারণার অভাব থাকে।

Advertisements

এই সকল স্কলারশিপগুলো সরকারী এবং বেসরকারী হয়ে থাকে। তবে সরকারি হোক আর বেসরকারি স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। তবে তার আগে কোন সময় কোন স্কলারশিপ বেরোয় সেটা আগে জানা দরকার। তাই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন স্কলারশিপ পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি পড়তে হবে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার সহ বেসরকারি বিভিন্ন সংস্থাগুলি প্রত্যেক বছর মেধাবী ছাত্র-ছাত্রীদের এই সকল স্কলারশিপ দিয়ে থাকে। তবে মেধা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য থাকে বিভিন্ন রকমের স্কলারশিপ। এখনও পর্যন্ত রাজ্যের সরকারী বা বেসরকারী কোনো স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি।আশা রাখা হচ্ছে খুব বেশি দেরি হবে না শীঘ্রই শুরু হবে এই স্কলারশিপের আবেদন। তবে একটি নয় বেশ কিছু ধরনের স্কলারশিপ পাবে রাজ্যের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। কখনও মেধার ভিত্তিতে আবার কখনওবা আর্থিক ভাবে পিছিয়ে পরার কারনে।
ছাত্র ছাত্রীরা পেতে চলেছে কোন কোন স্কলারশিপ?
১) স্বামী বিবেকানন্দ
২) নবান্ন
৩) ঐক্যশ্রী
৪) ওয়েসিস সহ বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপগুলি পাবে রাজ্যের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ।
স্কলারশিপের জন্য কবে থেকে আবেদন শুরু হবে
২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীরা স্কুল,কলেজে ভর্তি হওয়ার পরেই শুরু হবে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। এর জন্য কিছু দিনের মধ্যেই নোটিফিকেশন আসবে। তবে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলতি বছরের জুলাই আগস্ট মাস করে শুরু হতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ ।