Indian Railway : চাকরি চাই, ভারতীয় রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ

News desk : শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল ভারতীয় রেল।  নিয়োগ হবে স্পোর্টস কোটায়। মধ্য রেলে ৫/৪, ৩/২ লেভেলের পদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া…

News desk : শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল ভারতীয় রেল।  নিয়োগ হবে স্পোর্টস কোটায়। মধ্য রেলে ৫/৪, ৩/২ লেভেলের পদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ ডিসেম্বর থেকে।

Advertisements

আবেদনের শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর। প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোট ২১টি শূন্য পদে নিয়োগ করা হবে। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে সর্বনিম্ন বয়স ১৮। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ট্রায়ালের মাধ্যমে নিয়োগ হবে। ট্রায়ালে ৪০-এর মধ্যে কমপক্ষে ২৫ নম্বর পেলে  তবেই প্রার্থীরা নিয়োগের পরবর্তী পর্যায়ের ছাড়পত্র পাবেন। প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হব। যে প্রার্থীরা বৈধ বলে বিবেচিত হবেন এবং ট্রায়ালে অংশগ্রহণ করবেন, তাঁরা ৪০০ টাকা ফেরত পেতে পারেন। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। নিয়োগে শিক্ষা গত যোগ্যতা হল,

বিজ্ঞাপন

১) ৫/৪ লেভেল: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।

২) ৩/২ লেভেল: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষা বা মাধ্যমিকের পর নির্দিষ্ট বিভাগে NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে।