কলকাতা মেট্রো সুযোগ দিতে চলেছে অবসরপ্রাপ্তদের, রইল আবেদন পদ্ধতি

অবসরপ্রাপ্ত দের জন্য বিশেষ সুখবর। কারন কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর প্রজেক্টের জন্য অবসরপ্রাপ্তদের নিয়োগ করবে।ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই…

Kolkata Metro Rail east west

অবসরপ্রাপ্ত দের জন্য বিশেষ সুখবর। কারন কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর প্রজেক্টের জন্য অবসরপ্রাপ্তদের নিয়োগ করবে।ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদের জন্য আবেদন করা যাবে ২২ মে’র মধ্যে ।

আবেদন পদ্ধতি
ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/সিভিল এই পদের জন্য নিয়োগ করবে কলকাতা মেট্রো। তবে এই পদের জন্য আবেদন করতে হলে অফলাইনে পাঠাতে হবে আবেদন। বায়ো ডেটা এবং প্রয়োজনীয় নথি সহকারে মেট্রোর তরফে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা – General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021

   

বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
কলকাতাতেই এই নিয়োগ করা হবে। শূন্যপদ মাত্র একটি। চুক্তির ভিত্তিতে এই পদের জন্য নিয়োগ করা হবে। আর তার মেয়াদ মাত্র ছ’মাস। প্রয়োজনে কাজ বুঝে চুক্তির মেয়াদ ফের বাড়ানো হতে পারে। জন্য এই লিঙ্কে Kolkata Metro Rail Recruitment 2024 ক্লিক করতে হবে।

যোগ্যতা
আবেদনের জন্য অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। তাঁকে ভারতীয় রেল/ কেন্দ্রীয় সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা/ রাজ্য সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/ সিভিল (এসজি/ জেএজি লেভেলের) পদে কাজের অভিজ্ঞতা। পদের জন্য বেঁছে নেওয়া প্রার্থীদের যোগ্য বেতন দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য
কলকাতা মেট্রোর নির্দিষ্ট এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। ফলে যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।