৩৫ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, রইল আবেদন পদ্ধতি

Post Office

চাকরির (Job Vacancy) বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এখানে নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবক পদে। শুরুতেই চাকরি প্রার্থীদের (Job Vacancy) মাসিক বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা। তাইআর দেরী না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই এখানে আবেদন করতে পারেন।

Advertisements

পদের নামঃ-
GDS তথা গ্রামীণ ডাক সেবক।

শূন্যপদঃ-
৩৫,০০০

যোগ্যতাঃ-
যেকোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ।

আবেদন পদ্ধতিঃ-
আবেদন করতে প্রথমেই প্রার্থীদের ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে GDS পদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রার্থীদের নির্ভুল ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে। আবেদন পত্র পূর্ণ হলে প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করার পর অবশেষে সব যাচাই করে আবেদন মুল্য প্রদান করে সাবমিট করতে হবে।

Advertisements

লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করছে WBSEDCL, রইল বিজ্ঞপ্তি

বয়সসীমাঃ-
১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদন মুল্যঃ-
ওবিসি ও জেনারেল প্রার্থীদের কাছ থেকে ১০০ টাকা আবেদন মুল্য ধার্য করা হয়েছে। তবে এসটি, এসসি ও PWBD প্রার্থীদের কোনো আবেদন মুল্য লাগছে না।

নির্বাচন প্রক্রিয়াঃ-
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।