জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করতে চলেছে DRDO, রইল আবেদন পদ্ধতি

কর্মী নিয়োগ (Job Vacancy) করতে চলেছে ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। বিটেক ও এমটেক ডিগ্রী উত্তীর্ণ  প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু…

DRDO

কর্মী নিয়োগ (Job Vacancy) করতে চলেছে ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। বিটেক ও এমটেক ডিগ্রী উত্তীর্ণ  প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আগ্রহী প্রার্থীরা ২০/০৭/২০২৪ তারিখ থেকে শুরু করে আগামী ৩০ দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন।

যোগ্যতাঃ-
ভারতবর্ষের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের আলাদা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন।

   

আবেদন পদ্ধতিঃ-
আগ্রহীদেরকে এখানে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সবার প্রথমে আগ্রহ প্রার্থীদের ডিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তারপর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে অফিশিয়াল নোটিশ থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেই ফর্ম নির্ভুলভাবে পূরণ করে তার সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিপত্র গুলো একসাথে গুছিয়ে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন সঠিক সময়।

প্রচুর কর্মী নিয়োগ করতে চলছে দামোদর ভ্যালি কর্পোরেশন, মাসিক বেতন একলক্ষ টাকা

নির্দিষ্ট ঠিকানাঃ-
Post To The Director, NPOL, Thrikakkara, P.O-Kochi, Pin- 682021। 

পদঃ-
জুনিয়র রিসার্চ ফেলো।

মোট শূন্যপদঃ-
০৮ টি।

নিয়োগ পদ্ধতিঃ-
প্রয়োজনীয় নথিপত্র জমা করার পর যে শর্টলিস্ট বের হবে সেই শর্টলিস্টের ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। অবশেষে ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।