ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে  BLRO,  রইল আবেদন পদ্ধতি

rrb-ntpc-notification-released-for-5810-graduate-level-jobs

আপনি কি গ্র্যাজুয়েট? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ মুর্শিদাবাদ বিএলআরও (BLRO) অফিসের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ১৩/০৮/২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

Advertisements

উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করতে চলেছে রাজ্যসরকার, রইল আবেদন পদ্ধতি

   

যোগ্যতা: এখানে আবেদন করতে প্রার্থীদের  যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। 
আবেদন পদ্ধতি: এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে প্রার্থীকে প্রথমে সংস্থার অফিসিয়াল সাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর নির্ভুলভাবে সেই ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার স্থান:  Ground floor of the office of the District Magistrate & Collector, Murshidabad
পোস্টের নাম:  ডেটা এন্ট্রি অপারেটর।

Advertisements

শূন্যপদ :  ৪০ টি।
বয়স সীমা:  প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর।
বেতন : মাসিক ১১,০০০টাকা।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।